নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০ মের মধ্যে রাজধানীর যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ রোববার (৪ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
শ্রম উপদেষ্টা বলেন, ঢাকার সব আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সুপারশপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে শ্রম আইনের আওতায় আনতে হবে। ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারার আলোকে এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শ্রম উপদেষ্টা আরও জানান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকেরা ঢাকা মহানগরের সব ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনতে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করবেন।
ড. সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে বলেন, ২০ মের মধ্যে যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা স্থাপন, সম্প্রসারণের জন্য অনুমতি এবং রেজিস্ট্রি করার নির্দেশ দিতে পারে। সেই সঙ্গে নির্ধারিত ফি প্রদান ও লাইসেন্স নবায়নের বিধানও রয়েছে।
২০ মের মধ্যে রাজধানীর যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
আজ রোববার (৪ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
শ্রম উপদেষ্টা বলেন, ঢাকার সব আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সুপারশপ, শপিং মল ও বড় মার্কেটের দোকানপাটকে শ্রম আইনের আওতায় আনতে হবে। ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারার আলোকে এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
শ্রম উপদেষ্টা আরও জানান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকেরা ঢাকা মহানগরের সব ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং আইন অনুযায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনতে সংশ্লিষ্টদের উদ্বুদ্ধ করবেন।
ড. সাখাওয়াত হোসেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে বলেন, ২০ মের মধ্যে যেসব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালের শ্রম আইনের ৩২৬ ধারায় বলা হয়েছে, সরকার প্রয়োজন মনে করলে যেকোনো কারখানা বা কোনো শ্রেণির কারখানা স্থাপন, সম্প্রসারণের জন্য অনুমতি এবং রেজিস্ট্রি করার নির্দেশ দিতে পারে। সেই সঙ্গে নির্ধারিত ফি প্রদান ও লাইসেন্স নবায়নের বিধানও রয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি। খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ইচ্ছেমতো’। নিরীক্ষার তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দুই অর্থবছরে এই বিশ্ববিদ্যালয়ে ১০টি অনিয়মে
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে অধ্যাদেশ হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরকে এই আইনের আওতায় আনা হবে। এই অধিদপ্তরের মাধ্যমেই শহীদদের পরিবারকে
২ ঘণ্টা আগেমিয়ানমারের সামরিক জান্তা দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি-নিয়ন্ত্রিত রাখাইনে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পৌঁছানোর কোনো ধরনের ব্যবস্থা চায় না। আবার অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে যে আন্তর্জাতিক সম্মেলন করতে চায়, তাতেও জান্তার আপত্তি আছে।
২ ঘণ্টা আগেহেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য থানাগুলোতে তদন্ত শুরু হয়েছে, দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। যেসব মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়ে
২ ঘণ্টা আগে