নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খাদ্য নিরাপত্তা, কৃষি এবং প্রাণ-প্রকৃতি—এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশকে উন্নয়নের মূল ধারায় আনতেই হবে।’
আজ সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের’ দ্বিতীয় অধিবেশনে রিজওয়ানা হাসান এসব কথা বলেন। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে, সঙ্গে পরিবেশ সংরক্ষণও জরুরি।’ এ ছাড়া, ‘উন্নয়ন করলে পরিবেশের ক্ষতি হবেই’—এ ধরনের মানসিকতা এখনই পরিবর্তন করতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, ‘শিল্পকারখানা থেকে পরিবেশ দূষণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে গেলেই বলা হয়, এতে শ্রমিকদের কর্মসংস্থান হুমকিতে পড়বে। অথচ নদীর ওপর নির্ভরশীল লক্ষ মানুষের জীবিকা এবং সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি প্রায় উপেক্ষিতই থেকে যায়।’
পরিবেশ উপদেষ্টা অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, যা কার্যত দস্যুতা ছাড়া কিছু নয়। সরকার কৃষিজমি সুরক্ষা আইন পাসের উদ্যোগ নিয়েছে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশে কৃষিজমিই আর থাকবে না।’
জৈব কৃষির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে মাটি দূষিত হচ্ছে। এখনই জৈব সার উৎপাদন ও বিতরণে উদ্যোগ নিতে হবে। বহুজাতিক কোম্পানির চাপ উপেক্ষা করে দেশের জন্য উপযোগী নিজস্ব কৃষি মডেল গড়ে তুলতে হবে।’
ভোগের ধরনে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একদিকে বিদ্যুৎ সংকট নিয়ে অভিযোগ করি, অথচ অহেতুক এসি ও লাইট ব্যবহার করি। কনজাম্পশন প্যাটার্ন ও পরিবেশ—এই দুইটি বিষয় একসঙ্গে বিবেচনায় নিতে হবে।’
তিনি জানান, মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্প শুরু হয়েছে। ইউক্যালিপটাস গাছ সরিয়ে সেখানে শালগাছ ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ ফিরিয়ে আনা হবে। টেকসই ভবিষ্যতের জন্য নীতি, আইন ও আচরণে দ্রুত পরিবর্তন আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম এবং বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সহসভাপতি খুশি কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। সম্মেলনে কৃষি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
খাদ্য নিরাপত্তা, কৃষি এবং প্রাণ-প্রকৃতি—এই তিনটি বিষয়ের সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশকে উন্নয়নের মূল ধারায় আনতেই হবে।’
আজ সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের’ দ্বিতীয় অধিবেশনে রিজওয়ানা হাসান এসব কথা বলেন। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে, সঙ্গে পরিবেশ সংরক্ষণও জরুরি।’ এ ছাড়া, ‘উন্নয়ন করলে পরিবেশের ক্ষতি হবেই’—এ ধরনের মানসিকতা এখনই পরিবর্তন করতে হবে।
রিজওয়ানা হাসান বলেন, ‘শিল্পকারখানা থেকে পরিবেশ দূষণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে গেলেই বলা হয়, এতে শ্রমিকদের কর্মসংস্থান হুমকিতে পড়বে। অথচ নদীর ওপর নির্ভরশীল লক্ষ মানুষের জীবিকা এবং সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি প্রায় উপেক্ষিতই থেকে যায়।’
পরিবেশ উপদেষ্টা অভিযোগ করে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে, যা কার্যত দস্যুতা ছাড়া কিছু নয়। সরকার কৃষিজমি সুরক্ষা আইন পাসের উদ্যোগ নিয়েছে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশে কৃষিজমিই আর থাকবে না।’
জৈব কৃষির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে মাটি দূষিত হচ্ছে। এখনই জৈব সার উৎপাদন ও বিতরণে উদ্যোগ নিতে হবে। বহুজাতিক কোম্পানির চাপ উপেক্ষা করে দেশের জন্য উপযোগী নিজস্ব কৃষি মডেল গড়ে তুলতে হবে।’
ভোগের ধরনে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একদিকে বিদ্যুৎ সংকট নিয়ে অভিযোগ করি, অথচ অহেতুক এসি ও লাইট ব্যবহার করি। কনজাম্পশন প্যাটার্ন ও পরিবেশ—এই দুইটি বিষয় একসঙ্গে বিবেচনায় নিতে হবে।’
তিনি জানান, মধুপুর শালবন পুনরুদ্ধার প্রকল্প শুরু হয়েছে। ইউক্যালিপটাস গাছ সরিয়ে সেখানে শালগাছ ও বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ ফিরিয়ে আনা হবে। টেকসই ভবিষ্যতের জন্য নীতি, আইন ও আচরণে দ্রুত পরিবর্তন আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন—অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম এবং বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সহসভাপতি খুশি কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক দৈনিক বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। সম্মেলনে কৃষি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে