নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে ফিরোজকে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকার একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
গত ২০ আগস্ট ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সোহাগের বাবা মো. শাফায়াত হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনের নাম উল্লেখ ও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এই ঘটনার নির্দেশ দাতা হিসেবে আ স মা ফিরোজকে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, এ ঘটনায় আর যারা জড়িত সেই তথ্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য ফিরোজকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। এর আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা ৪৪ বছর দায়িত্ব পালন করেন।
রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে ফিরোজকে আদালতে হাজির করে ভাটারা থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে রাজধানীর বনানী এলাকার একটি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।
গত ২০ আগস্ট ভাটারা থানায় দায়ের হওয়া সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
সোহাগের বাবা মো. শাফায়াত হোসেন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনের নাম উল্লেখ ও ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
এই ঘটনার নির্দেশ দাতা হিসেবে আ স মা ফিরোজকে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, এ ঘটনায় আর যারা জড়িত সেই তথ্য উদ্ঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য ফিরোজকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন তিনি।
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। এর আগে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
১৯৭৯ সাল থেকে তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে টানা ৪৪ বছর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের অন্তত চারটি টিভি স্টেশন জিও ব্লক করেছে ইউটিউব ভারত। এ বিষয়ে ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ। সুস্পষ্ট ব্যাখ্যা না পেলে পদক্ষেপ নেওয়া হবে।
১০ ঘণ্টা আগেআওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে রয়েছে। শেখ মুজিবুর রহমান নিজেই একসময় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারায় দল নিষিদ্ধ করার মতো উপাদান রয়েছে। এখন সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।
১১ ঘণ্টা আগেশিক্ষক-কর্মকর্তাদের বদলির তদবির করতে ঢাকায় আসতে নিষেধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে এ নিষেধ করা হয়।
১৫ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের আন্তর্জাতিক ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন এনেছে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে নিরাপদ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের অংশ হিসেবে টরন্টো, রোম ও লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে।
১৮ ঘণ্টা আগে