আজকের পত্রিকা ডেস্ক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ঢাকার রয়্যাল ড্যানিশ দূতাবাসের মধ্যে ‘রেইন ফর লাইফ’—শীর্ষক নতুন কর্মসূচি চালুর বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকার ডেনমার্ক দূতাবাসে আজ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ডেনমার্ক সরকারের ২০২২ থেকে ২০২৮ সালের কৌশলগত কাঠামোর আওতায় পরিচালিত এই দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পের মোট তহবিল প্রায় ৬৪ কোটি টাকা (৩৮ মিলিয়ন ড্যানিশ ক্রোনার)। প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতি বান্ধব পদ্ধতিতে সমন্বিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী, গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন এবং পার্টনারশিপের পরিচালক মাফরুজা খান ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। ডেনমার্ক দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপদেষ্টা বিটালি তাসকিন ইসলাম ও কর্মসূচি উপদেষ্টা সাঈদ মতিউল আহসান।
‘রেইন ফর লাইফ’—প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং মোংলা উপজেলায় ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) অর্থায়নে ব্র্যাক পরিচালিত বৃষ্টির পানি সংগ্রহ প্রকল্পের অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে। ২০২৭ সালের শেষ নাগাদ এই প্রকল্পটি আশাশুনি, মোংলা ও পাথরঘাটা উপজেলার জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার ৩০ শতাংশ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
প্রকল্পটি চারটি বিষয়ে প্রাধান্য দেবে। প্রথমত—জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জন্য পানীয় জলের সংকট মোকাবিলা। দ্বিতীয়ত—কৃষকদের ফসল, মাছ এবং পশু পালনসহ সার্বিক কৃষি উৎপাদনে জলবায়ু পরিবর্তনে সহনশীল পদ্ধতি গ্রহণে সক্ষম করে তোলা। তৃতীয়ত—জৈববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং চতুর্থত—জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পানির প্রাপ্যতা বিষয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা।
‘রেইন ফর লাইফ’ প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারত্বের উদাহরণ, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে কাজ করবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ঢাকার রয়্যাল ড্যানিশ দূতাবাসের মধ্যে ‘রেইন ফর লাইফ’—শীর্ষক নতুন কর্মসূচি চালুর বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। ঢাকার ডেনমার্ক দূতাবাসে আজ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ডেনমার্ক সরকারের ২০২২ থেকে ২০২৮ সালের কৌশলগত কাঠামোর আওতায় পরিচালিত এই দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রকল্পের মোট তহবিল প্রায় ৬৪ কোটি টাকা (৩৮ মিলিয়ন ড্যানিশ ক্রোনার)। প্রকল্পটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রকৃতি বান্ধব পদ্ধতিতে সমন্বিত কৃষি ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কাজ করবে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী, গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশন এবং পার্টনারশিপের পরিচালক মাফরুজা খান ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মসূচি প্রধান আবু সাদাত মনিরুজ্জামান খান। ডেনমার্ক দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপদেষ্টা বিটালি তাসকিন ইসলাম ও কর্মসূচি উপদেষ্টা সাঈদ মতিউল আহসান।
‘রেইন ফর লাইফ’—প্রকল্পটি স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা এবং মোংলা উপজেলায় ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) অর্থায়নে ব্র্যাক পরিচালিত বৃষ্টির পানি সংগ্রহ প্রকল্পের অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে। ২০২৭ সালের শেষ নাগাদ এই প্রকল্পটি আশাশুনি, মোংলা ও পাথরঘাটা উপজেলার জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার ৩০ শতাংশ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
প্রকল্পটি চারটি বিষয়ে প্রাধান্য দেবে। প্রথমত—জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর জন্য পানীয় জলের সংকট মোকাবিলা। দ্বিতীয়ত—কৃষকদের ফসল, মাছ এবং পশু পালনসহ সার্বিক কৃষি উৎপাদনে জলবায়ু পরিবর্তনে সহনশীল পদ্ধতি গ্রহণে সক্ষম করে তোলা। তৃতীয়ত—জৈববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং চতুর্থত—জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পানির প্রাপ্যতা বিষয়ে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা।
‘রেইন ফর লাইফ’ প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারত্বের উদাহরণ, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে কাজ করবে।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২৭ মিনিট আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৩ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
৫ ঘণ্টা আগে