নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ডরচেস্টার হোটেলে বৈঠক করলেন। বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁদের বৈঠক শুরু হয়, শেষ হয় সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন।
এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান মুহাম্মদ ইউনূস। তাঁদের মধ্যে কুশল বিনিময় হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কুশল জানতে চান।
শুরুতেই তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে প্রধান উপদেষ্টা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমীর খসরু,...তুমিও চলে আসছ!’ এসময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’ উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’
ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় ছিল এ রকম:
ড. ইউনূস: খুব ভালো লাগছে।
তারেক রহমান: আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড!
ড. ইউনূস: আসেন। চলুন বসি।
তারেক রহমান: আপনার শরীর কেমন? ভালো আছেন?
ড. ইউনূস: এই যাচ্ছে। টেনে টেনে যাচ্ছে।
তারেক রহমান: আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।
ড. ইউনূস: উনি অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত আছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ডরচেস্টার হোটেলে বৈঠক করলেন। বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁদের বৈঠক শুরু হয়, শেষ হয় সাড়ে ৩টায়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান ওয়ান-টু-ওয়ান বৈঠক করেন।
এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান ডরচেস্টার হোটেলে আসেন। তাঁকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
হোটেল কক্ষের বাইরে এসে তারেক রহমানকে স্বাগত জানান মুহাম্মদ ইউনূস। তাঁদের মধ্যে কুশল বিনিময় হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কুশল জানতে চান।
শুরুতেই তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুকে প্রধান উপদেষ্টার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে প্রধান উপদেষ্টা তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমীর খসরু,...তুমিও চলে আসছ!’ এসময় তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘খসরু সাহেবের সঙ্গে আপনার পরিচয় আছে?’ উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, ‘অবশ্যই আছে।’
ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে কুশল বিনিময় ছিল এ রকম:
ড. ইউনূস: খুব ভালো লাগছে।
তারেক রহমান: আমারও ভীষণ ভালো লাগছে। আই ফিল অনার্ড!
ড. ইউনূস: আসেন। চলুন বসি।
তারেক রহমান: আপনার শরীর কেমন? ভালো আছেন?
ড. ইউনূস: এই যাচ্ছে। টেনে টেনে যাচ্ছে।
তারেক রহমান: আম্মা সালাম জানিয়েছেন আপনাকে।
ড. ইউনূস: উনি অসাধারণ মানুষ। ওয়ালাইকুম আসসালাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও হোটেলে উপস্থিত আছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৪৩ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে