আজকের পত্রিকা ডেস্ক
ফ্যামিলি কার্ডের যাচাই-বাছাই, স্মার্টকার্ডে রূপান্তর ও পণ্য সংকটে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের সারা দেশে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি। এর আগে গত ৮ জানুয়ারি স্মার্টকার্ডের মাধ্যমে পণ্য বিক্রি উদ্বোধন করা হলেও পণ্য ও কার্ড জটিলতায় কিছু কিছু জেলা বা উপজেলায় ছাড়া বাকি প্রায় সবগুলোতেই বিক্রি বন্ধ ছিল।
তবে এক কোটি ফ্যামিলি কার্ডধারী এই পণ্য পাবে না। নানা কারণে ৩০ লাখের বেশি কার্ড বাদ পড়েছে। এরই মধ্যে টিসিবির সবগুলো গুদামে ডিলারদের জন্য পণ্য পাঠানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পণ্য তুলে নিতেও ডিলারদের প্রতি নির্দেশনা দিয়েছে টিসিবি।
একই সঙ্গে দেড় বছরের বেশি সময় পর আবার টিসিবির পণ্য তালিকায় যোগ হয়েছে চিনি। এর আগে চিনির দাম সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতির কারণে ২০২৩ সালের মে মাস থেকে কার্ডধারীদের কাছে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্পটে চিনি বিক্রি করা হতো।
টিসিবির মুখপাত্র ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ূন কবির বলেন, ‘আমাদের কার্ডগুলো কাজ শেষ না হওয়ায় এবং চালের বরাদ্দ না পাওয়ায় পণ্য বিতরণ করতে পার ছিলাম না। তবে এখন যতগুলো প্রস্তুত হয়েছে সেগুলোর বিপরীতেই পণ্য বিক্রি হবে। যদিও আমরা এক কোটি কার্ড হিসাব করেই ডিলারদের পণ্য দিচ্ছি। তবে যে কার্ডগুলো স্মার্টকার্ডে রূপান্তর হয়েছে পণ্য বিক্রি হবে সেগুলোর বিপরীতে। বাকি পণ্য গুদামে সংরক্ষণ থাকবে যা আগামী মাসে সমন্বয় করে বিতরণ করা হবে।’
টিসিবি সূত্রে জানা যায়, এরই মধ্যে নির্ধারিত ডিলাররা পণ্য উত্তোলন করে বিক্রির প্রস্তুতি নিয়েছে। কোথাও কোথাও আজ থেকে পণ্য বিক্রি হবে। তবে স্মার্টকার্ডের এই পদ্ধতি নতুন হওয়ায় কোথাও কোথাও সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে টিসিবি থেকে চাল, ডাল, ভোজ্য তেল ও চিনি বিক্রি করা হচ্ছে। এর মধ্যে কার্ডধারী প্রতিজন ১০০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির দরে ৫ কেজি চাল ও ৭০ টাকা কেজির দরে ১ কেজি চিনি কিনতে পারবেন।
বর্তমানে বাজারে সবচেয়ে মোটা চালের দামও ৫৫–৫৮ টাকা কেজি, ভোজ্য তেল ১৭৫ টাকা লিটার, মসুর ডাল ১১০–১২০ টাকা কেজি ও চিনি কিনতে হচ্ছে ১৩৫–১৪০ টাকা কেজি।
ফ্যামিলি কার্ডের যাচাই-বাছাই, স্মার্টকার্ডে রূপান্তর ও পণ্য সংকটে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের সারা দেশে শুরু হয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি। এর আগে গত ৮ জানুয়ারি স্মার্টকার্ডের মাধ্যমে পণ্য বিক্রি উদ্বোধন করা হলেও পণ্য ও কার্ড জটিলতায় কিছু কিছু জেলা বা উপজেলায় ছাড়া বাকি প্রায় সবগুলোতেই বিক্রি বন্ধ ছিল।
তবে এক কোটি ফ্যামিলি কার্ডধারী এই পণ্য পাবে না। নানা কারণে ৩০ লাখের বেশি কার্ড বাদ পড়েছে। এরই মধ্যে টিসিবির সবগুলো গুদামে ডিলারদের জন্য পণ্য পাঠানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে পণ্য তুলে নিতেও ডিলারদের প্রতি নির্দেশনা দিয়েছে টিসিবি।
একই সঙ্গে দেড় বছরের বেশি সময় পর আবার টিসিবির পণ্য তালিকায় যোগ হয়েছে চিনি। এর আগে চিনির দাম সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি বেড়ে যাওয়ায় সরবরাহ ঘাটতির কারণে ২০২৩ সালের মে মাস থেকে কার্ডধারীদের কাছে চিনি বিক্রি বন্ধ করে দিয়েছে। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্পটে চিনি বিক্রি করা হতো।
টিসিবির মুখপাত্র ও আঞ্চলিক কার্যালয়ের প্রধান হুমায়ূন কবির বলেন, ‘আমাদের কার্ডগুলো কাজ শেষ না হওয়ায় এবং চালের বরাদ্দ না পাওয়ায় পণ্য বিতরণ করতে পার ছিলাম না। তবে এখন যতগুলো প্রস্তুত হয়েছে সেগুলোর বিপরীতেই পণ্য বিক্রি হবে। যদিও আমরা এক কোটি কার্ড হিসাব করেই ডিলারদের পণ্য দিচ্ছি। তবে যে কার্ডগুলো স্মার্টকার্ডে রূপান্তর হয়েছে পণ্য বিক্রি হবে সেগুলোর বিপরীতে। বাকি পণ্য গুদামে সংরক্ষণ থাকবে যা আগামী মাসে সমন্বয় করে বিতরণ করা হবে।’
টিসিবি সূত্রে জানা যায়, এরই মধ্যে নির্ধারিত ডিলাররা পণ্য উত্তোলন করে বিক্রির প্রস্তুতি নিয়েছে। কোথাও কোথাও আজ থেকে পণ্য বিক্রি হবে। তবে স্মার্টকার্ডের এই পদ্ধতি নতুন হওয়ায় কোথাও কোথাও সার্ভার জটিলতার অভিযোগ পাওয়া গেছে।
বর্তমানে টিসিবি থেকে চাল, ডাল, ভোজ্য তেল ও চিনি বিক্রি করা হচ্ছে। এর মধ্যে কার্ডধারী প্রতিজন ১০০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির দরে ৫ কেজি চাল ও ৭০ টাকা কেজির দরে ১ কেজি চিনি কিনতে পারবেন।
বর্তমানে বাজারে সবচেয়ে মোটা চালের দামও ৫৫–৫৮ টাকা কেজি, ভোজ্য তেল ১৭৫ টাকা লিটার, মসুর ডাল ১১০–১২০ টাকা কেজি ও চিনি কিনতে হচ্ছে ১৩৫–১৪০ টাকা কেজি।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
৯ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১১ ঘণ্টা আগে