নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলের রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে।’
আজ বুধবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী এ কথা জানান। এর আগে সকাল থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেন রেলের রানিং স্টাফরা। এরপর রেলমন্ত্রী দুপুরে কমলাপুরে রেলের রানিং স্টাফ ও কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে। আমরা রেলের রানিং স্টাফদের আন্দোলনের পক্ষে আছি। আগামী ১৯ তারিখ প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আমি এবং রেল মন্ত্রণালয়ের সচিব সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি, আগামী ১৯ তারিখের মধ্যে মাইলেজ সুবিধাসহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে যে সুযোগ-সুবিধাগুলো শ্রমিকেরা পেতেন, সেগুলো পুনরায় তাঁরা ফেরত পাবেন।’
মন্ত্রী শ্রমিকদের অনুরোধ করে বলেন, ঈদের আগে যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয়, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্য রানিং স্টাফদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। পূর্বেও রেলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তখন রেলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো রেলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেসব ষড়যন্ত্রে রানিং স্টাফরা পা দেবেন না।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, দুপুর ১২টা ৪৫ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সকালের কোনো ট্রেন ছেড়ে যাইনি।
বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে কর্মবিরতি করা শ্রমিকেরা নিজ নিজ কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সব কর্মচারীকে অনুরোধ করব।’
রেলের রানিং স্টাফদের বেতন-ভাতা বাতিলের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে।’
আজ বুধবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে রেলমন্ত্রী এ কথা জানান। এর আগে সকাল থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি শুরু করেন রেলের রানিং স্টাফরা। এরপর রেলমন্ত্রী দুপুরে কমলাপুরে রেলের রানিং স্টাফ ও কর্মচারীদের সঙ্গে একটি বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, ‘মাইলেজের বিষয়টি নিয়ে আমি অর্থ মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে কথা বলেছি। যে বিজ্ঞপ্তির কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। সেই বিজ্ঞপ্তি বাতিল করা হবে। আমরা রেলের রানিং স্টাফদের আন্দোলনের পক্ষে আছি। আগামী ১৯ তারিখ প্রধানমন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আমি এবং রেল মন্ত্রণালয়ের সচিব সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা আশা করছি, আগামী ১৯ তারিখের মধ্যে মাইলেজ সুবিধাসহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে যে সুযোগ-সুবিধাগুলো শ্রমিকেরা পেতেন, সেগুলো পুনরায় তাঁরা ফেরত পাবেন।’
মন্ত্রী শ্রমিকদের অনুরোধ করে বলেন, ঈদের আগে যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হতে হয়, সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে আজ যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তার জন্য রানিং স্টাফদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না। পূর্বেও রেলকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তখন রেলকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এখনো রেলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেসব ষড়যন্ত্রে রানিং স্টাফরা পা দেবেন না।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, দুপুর ১২টা ৪৫ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে সকালের কোনো ট্রেন ছেড়ে যাইনি।
বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে কর্মবিরতি করা শ্রমিকেরা নিজ নিজ কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এখন থেকেই নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য সব কর্মচারীকে অনুরোধ করব।’
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৪ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১০ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১০ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
১১ ঘণ্টা আগে