Ajker Patrika

নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯: ১৬
নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। 

আজ মঙ্গলবার বিকেলে বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, বড়দিন ও থার্টি-ফাস্ট নাইট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাসরত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন ঘিরে যে উৎসব শুরু হয়েছে সেখানে নাশকতা করবে এটা কেউ চায় না। যে দলটির বিষয়ে নাশকতার কথা বলা হচ্ছে সে দলটি সুনিশ্চিত নির্বাচনে পরাজয় হবে বলেই ভিন্ন পথ বেছে নিয়েছে। সুন্দর নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা একটি অগণতান্ত্রিক উপায়ে এসব (নাশকতা) করছে বলেও উল্লেখ করেন তিনি। 

২০১৪ সালে তারা ৯০ দিন বিরামহীন নাশকতা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা আগুনে পুড়িয়ে শুধু মানুষকে হত্যা করেনি,পশুও তাদের হাত থেকে রক্ষা পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত