Ajker Patrika

ভোজ্যতেলের চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২২, ১৫: ১৩
ভোজ্যতেলের চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বৈশ্বিক সমস্যার কারণে দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে। এ জন্য দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আজ বুধবার দ্রব্যমূল্য সংক্রান্ত জাতীয় ট্রান্সপোর্টের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে চাই। দেশে ৭ লাখ মেট্রিকটন ‘রাইস ব্রান ওয়েল’ উৎপাদন করা সম্ভব, যা দেশের মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করবে। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যে ভোজ্যতেলের দাম বেড়েছে, তা আশপাশের দেশের তুলনায় কম। আশপাশের দেশের সঙ্গে বাংলাদেশে ভোজ্যতেলের দামের তুলনা করতে সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

গম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত থেকে বেসরকারি পর্যায়ে গম আমদানি করা সম্ভব। ভারত বাংলাদেশে গম রপ্তানি অব্যাহত রেখেছে।’

পেঁয়াজ সম্পর্কে তিনি বলেন, ‘কৃষক পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ ২০-২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৪০-৪৫ টাকার মধ্যে রাখতে হবে। দাম কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং অস্বাভাবিক বাড়লে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি মাথায় রেখে কাজ পরিচালনা করা হচ্ছে। দাম অস্বাভাবিক বাড়লে আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত