রাশেদ নিজাম, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে গেল মেট্রোরেল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে (সবুজ পতাকা) ৪৯০১ নম্বর ট্রেনটি ছেড়ে যায় উত্তরা উত্তর স্টেশন।
মরিয়ম আফিজা নামের নারী চালকের অধীনে উত্তরা থেকে আগারগাঁও স্টেশনগামী মেট্রোতে চড়েন প্রধানমন্ত্রী, যাতে রয়েছে মোট ৬টি কোচ। এতে সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
এর আগে উত্তরা ১৫ সেক্টরের সি/এ-এর মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন ছিল না।
বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করেন শেখ হাসিনা। উদ্বোধন ফলকের পাশে একটি তেঁতুলগাছের চারা রোপণ করেন। এরপর সেখান থেকে প্ল্যাটফর্মে উঠে টিকিট মেশিন ব্যবহার করে টিকিট কেনেন সরকারপ্রধান।
সেখানে তাঁকে মেট্রোরেল ও প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের সূচনা করেন। স্মারক হিসেবে সবুজ পতাকায় স্বাক্ষরও করেন তিনি।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ২০০ জন আমন্ত্রিত অতিথিকে সঙ্গে নিয়ে মেট্রোরেলে চেপে তিনি আগারগাঁও প্রান্তে রওনা হন। স্টেশনে নেমে প্রধানমন্ত্রী সেখান থেকে গণভবনে ফিরবেন বলে জানা গেছে।
২০১৬ সালের ২৬ জুন নির্মাণকাজের উদ্বোধন হলেও পরের বছর ২ আগস্টে বোনা হয়েছিল উড়াল ট্রেনের স্বপ্ন। তা বাস্তবায়ন হলো ২০২২২-এর ২৮ ডিসেম্বর।
উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের লাইন-৬-এর ২১ দশমিক ২৬ কিলোমিটারের জন্য ব্যয় হয়েছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা।
মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোরেলের আশপাশে সুউচ্চ ভবনগুলোতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ছাদে ওঠা যাবে না। বেলকনিতে থাকা যাবে না। ছাদে অবস্থান নিষেধ এবং কাপড় শুকাতে দেওয়া যাবে না। আশপাশের এলাকায় কোনো অফিস, দোকান বা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না।
এলাকাগুলোর ভবন, বিল্ডিং ফ্ল্যাট, এমনকি মেট্রোরেলের দুপাশের সব ব্যাংকের এটিএম বুথ সকাল থেকে অনুষ্ঠান শেষ না হওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন ত্যাগ করার আগ পর্যন্ত বন্ধ থাকবে।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে গেল মেট্রোরেল। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যালে (সবুজ পতাকা) ৪৯০১ নম্বর ট্রেনটি ছেড়ে যায় উত্তরা উত্তর স্টেশন।
মরিয়ম আফিজা নামের নারী চালকের অধীনে উত্তরা থেকে আগারগাঁও স্টেশনগামী মেট্রোতে চড়েন প্রধানমন্ত্রী, যাতে রয়েছে মোট ৬টি কোচ। এতে সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
এর আগে উত্তরা ১৫ সেক্টরের সি/এ-এর মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন ছিল না।
বক্তব্য শেষে উত্তরা উত্তর স্টেশন পরিদর্শন করেন শেখ হাসিনা। উদ্বোধন ফলকের পাশে একটি তেঁতুলগাছের চারা রোপণ করেন। এরপর সেখান থেকে প্ল্যাটফর্মে উঠে টিকিট মেশিন ব্যবহার করে টিকিট কেনেন সরকারপ্রধান।
সেখানে তাঁকে মেট্রোরেল ও প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। তৃতীয় তলার প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের সূচনা করেন। স্মারক হিসেবে সবুজ পতাকায় স্বাক্ষরও করেন তিনি।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ২০০ জন আমন্ত্রিত অতিথিকে সঙ্গে নিয়ে মেট্রোরেলে চেপে তিনি আগারগাঁও প্রান্তে রওনা হন। স্টেশনে নেমে প্রধানমন্ত্রী সেখান থেকে গণভবনে ফিরবেন বলে জানা গেছে।
২০১৬ সালের ২৬ জুন নির্মাণকাজের উদ্বোধন হলেও পরের বছর ২ আগস্টে বোনা হয়েছিল উড়াল ট্রেনের স্বপ্ন। তা বাস্তবায়ন হলো ২০২২২-এর ২৮ ডিসেম্বর।
উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের লাইন-৬-এর ২১ দশমিক ২৬ কিলোমিটারের জন্য ব্যয় হয়েছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা।
মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। নির্দেশনায় বলা হয়েছে, মেট্রোরেলের আশপাশে সুউচ্চ ভবনগুলোতে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ছাদে ওঠা যাবে না। বেলকনিতে থাকা যাবে না। ছাদে অবস্থান নিষেধ এবং কাপড় শুকাতে দেওয়া যাবে না। আশপাশের এলাকায় কোনো অফিস, দোকান বা রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না।
এলাকাগুলোর ভবন, বিল্ডিং ফ্ল্যাট, এমনকি মেট্রোরেলের দুপাশের সব ব্যাংকের এটিএম বুথ সকাল থেকে অনুষ্ঠান শেষ না হওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন ত্যাগ করার আগ পর্যন্ত বন্ধ থাকবে।
মেট্রোরেল নিয়ে আরও খবর পড়ুন:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১৪ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৩ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৪ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১০ ঘণ্টা আগে