Ajker Patrika

খুলনায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেউ গ্রেপ্তার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৪: ১৬
খুলনায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির কেউ গ্রেপ্তার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির খুলনার সমাবেশে যাঁদের বিরুদ্ধে মামলা আছে বা নাশকতা করতে পারেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আজ শনিবার আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্কের চতুর্থ বার্ষিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।

সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাস বন্ধ রাখা একান্তই তাদের ব্যাপার। এ বিষয়ে সরকারের কোনো এখতিয়ার নেই।’

পুলিশ কর্মকর্তাদের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়মিত প্রক্রিয়া। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ আছে, তাদের অবসরে পাঠানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর তালিকা তৈরি করে।’

এদিকে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্রের সার্ভার না দেওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে, এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল, তা-ই থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত