আজকের পত্রিকা ডেস্ক
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি।
উপ-প্রেস সচিব জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। চার দিনের সফর শেষে ২৫ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স-প্রধান নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সম্মেলনে বাংলাদেশ-বিষয়ক একটি ডায়ালগ অনুষ্ঠিত হবে। যেখানে অনেক ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যোগ দেবেন। এ ধরনের ফোরামে অংশগ্রহণ বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার দিবাগত রাত ১টায় সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি।
উপ-প্রেস সচিব জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সোমবার দিবাগত রাত ১টার দিকে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। চার দিনের সফর শেষে ২৫ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স-প্রধান নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই সম্মেলনে বাংলাদেশ-বিষয়ক একটি ডায়ালগ অনুষ্ঠিত হবে। যেখানে অনেক ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যোগ দেবেন। এ ধরনের ফোরামে অংশগ্রহণ বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, চলতি বছর ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ২১ দিনে সারা দেশে কমপক্ষে ৯টি পূজামণ্ডপ ও মন্দিরে হামলাসহ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ অবস্থায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনে ক্রমান্বয়ে আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে।
১৮ মিনিট আগেপ্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিনিধিদলের সদস্যসংখ্যা ৬২—যা টিআইবির দাবি করা ১০০-এর বেশি নয়। গত বছর প্রতিনিধিদলের সদস্য ছিলেন ৫৭ জন, তবে এতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ভ্রমণ করা ছয়জন বিশিষ্ট রাজনীতিবিদকে অন্তর্ভুক্ত করা হয়নি।
১ ঘণ্টা আগেচিঠিতে বলা হয়, প্রতিবছর বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা বাংলাদেশের হজ কোটায় ভিসা নিয়ে হজ পালন করেন। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশি হজে গমনে ইচ্ছুকদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছে। এর ফলে হজ ব্যবস্থাপনার কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।
২ ঘণ্টা আগেপাড়া-মহল্লায় সম্প্রীতি সমাবেশ ও মসজিদে সম্প্রীতির বাণী পৌঁছানোর আহ্বান জানিয়ে বাসুদেব ধর বলেন, ‘পূজার মধ্যে আমরা কোনো হামলা দেখতে চাই না। এর আগে প্রতিমা বানানোর সময় হামলা হয়েছে, মন্দির ভাঙচুর হয়েছে। ২০১৯ সাল থেকে যে ধর্মবিদ্বেষী কার্যক্রম চলে আসছে, তা এখনো চলমান। এসব ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী...
৩ ঘণ্টা আগে