Ajker Patrika

এখনো কিছু বীজ কোম্পানির প্রতারণার প্রবণতা আছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২২, ২০: ৪৪
এখনো কিছু বীজ কোম্পানির প্রতারণার প্রবণতা আছে: কৃষিমন্ত্রী

চাল উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য ব্রি ২৮সহ নতুন উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত চাষ করতে উৎসাহিত করা হচ্ছে। ব্রি ধান ৮৯, ৯২, ১০০ সহ নতুন জাতগুলো বিঘায় ৩০ মণের বেশি ফলন হয়। কৃষকের কাছে এই জাতগুলো দ্রুত পৌঁছে দিতে বীজ কোম্পানিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, ‘প্রতি বিঘা জমিতে ধানের উৎপাদন ২০ মণের জায়গায় যদি ৩০ মণ হয় এটি বিরাট বিপ্লব। এ বিষয়ে সবার একত্রে কাজ করতে হবে, যাতে কৃষকের কাছে দ্রুত জাতগুলো পৌঁছায়।’

বীজ কোম্পানিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সিড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনো কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে, সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ সরকার-বিরোধীরা দিবাস্বপ্ন দেখছে—দেশে খাদ্য সংকট হবে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। দেশে খাদ্য সংকট হবে না, আর দেশ শ্রীলঙ্কার মতোও হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘অনেক সময় কৃষকেরা নিম্নমানের বীজ কিনে প্রতারিত হয়। এতে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে উৎপাদন ব্যাহত হয়। এ বিষয়ে বীজ অ্যাসোসিয়েশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

বিএসএর সভাপতি এম আনিস উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত