নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৯টার দিকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। হল বন্ধ থাকায় আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন। আর তাঁর বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়। তাঁর বাবার নাম আলতু মিয়া।
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে আমরা স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলার একটি বাথরুমের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
তুষ্টিসহ চার শিক্ষার্থী মিলে ওই ভবনের নিচতলায় একটি বাসায় সাবলেট থাকতেন জানিয়ে সাইফুল আরও জানান, সকালে তাঁর রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তবে ভেতরে কলের পানি পড়ছিল। এরপর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী বাথরুমের ভেতরে পড়ে মারা যেতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেয়েছি। গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন তুষ্টি। এ ছাড়া তাঁর ঠান্ডার সমস্যা ছিল বলে জানতে পেরেছি।’
মৃতের রুমমেট সুমাইয়া পারভীন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল নিউমার্কেটে বৃষ্টিতে ভিজেছেন তাঁরা। এর পর থেকে অসুস্থ বোধ করছিলেন তুষ্টি। গতকাল বিকেলের পর বাসা থেকে বের হননি। আগে থেকেই ঠান্ডার সমস্যা ছিল। সকালে বাথরুমে ঢোকেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি। তাতেও কাজ হয় না। এদিকে পানির কলও খোলা ছিল। পরে ৯৯৯–এ কল দিই। ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাঁকে।’
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে