নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো। আজ শনিবার পৃথক বিবৃতিতে এই দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও আহত ব্যক্তি সুচিকিৎসারও দাবি জানানো হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এর ফলে হামলাকারীরা নিজেদের বিচারের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে।
‘প্রজন্ম ৭১’ এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ ও ষড়যন্ত্র এ দেশে গত কয়েক যুগ ধরেই চলছে। বর্তমান সরকার সফলভাবে এ দেশে জঙ্গিবাদ দমন করেছে। কিন্তু সমাজের ভেতরে ঢুকে পড়া উগ্র সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসনকে কোনো উদ্যোগ নিতে আমরা দেখছি না। এ ব্যাপারে শিক্ষা, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা আছে বলে আমরা মনে করি।’
নড়াইলের হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘কিছুদিন আগে নড়াইল কলেজে অধ্যক্ষকে জুতার মালা এবং সম্প্রতি হিন্দুবাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর মনে হচ্ছে, পুরো বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, যাতে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ভেঙে যায়। ভারতে নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে সারা বিশ্বে যে প্রতিক্রিয়া দেখলাম, তাতে বাংলাদেশে অন্তত কিছুটা সংযত আচরণ করা হচ্ছিল। কিন্তু এখন আবার আমরা একই ধরনের প্রতিক্রিয়া দেখছি এবং সঙ্গে সঙ্গে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে। এটাকে পরিকল্পিত না বলে কী বলব?’
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় ভুক্তভোগী আকাশ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে আসকের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশ, তাঁর পরিবার এবং এলাকার অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু পরিবারের জান ও মালের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।
এই ঘটনার পেছনের কুশীলবদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), সম্মিলিত সামাজিক আন্দোলন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাসদসহ (মার্ক্সবাদী) আরও অনেক সংগঠন এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি, মন্দির ও ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্তভোগীরা আইনি হেনস্তার শিকার হয়। পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আকাশ সাহা যদি সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিটি অ্যাক্ট অনুযায়ী বেআইনি কিছু করে না থাকে, তাহলে তাঁর মুক্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো।
নড়াইলের লোহাগড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো। আজ শনিবার পৃথক বিবৃতিতে এই দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা ও আহত ব্যক্তি সুচিকিৎসারও দাবি জানানো হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারের ব্যর্থতায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এর ফলে হামলাকারীরা নিজেদের বিচারের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছে।
‘প্রজন্ম ৭১’ এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ ও ষড়যন্ত্র এ দেশে গত কয়েক যুগ ধরেই চলছে। বর্তমান সরকার সফলভাবে এ দেশে জঙ্গিবাদ দমন করেছে। কিন্তু সমাজের ভেতরে ঢুকে পড়া উগ্র সাম্প্রদায়িক মনোভাবের বিরুদ্ধে কেন্দ্রীয় এবং স্থানীয় প্রশাসনকে কোনো উদ্যোগ নিতে আমরা দেখছি না। এ ব্যাপারে শিক্ষা, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের চরম ব্যর্থতা আছে বলে আমরা মনে করি।’
নড়াইলের হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘কিছুদিন আগে নড়াইল কলেজে অধ্যক্ষকে জুতার মালা এবং সম্প্রতি হিন্দুবাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর মনে হচ্ছে, পুরো বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, যাতে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি ভেঙে যায়। ভারতে নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে সারা বিশ্বে যে প্রতিক্রিয়া দেখলাম, তাতে বাংলাদেশে অন্তত কিছুটা সংযত আচরণ করা হচ্ছিল। কিন্তু এখন আবার আমরা একই ধরনের প্রতিক্রিয়া দেখছি এবং সঙ্গে সঙ্গে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হচ্ছে। এটাকে পরিকল্পিত না বলে কী বলব?’
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় ভুক্তভোগী আকাশ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে আসকের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশ, তাঁর পরিবার এবং এলাকার অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু পরিবারের জান ও মালের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।
এই ঘটনার পেছনের কুশীলবদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), সম্মিলিত সামাজিক আন্দোলন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক জোট, বাসদসহ (মার্ক্সবাদী) আরও অনেক সংগঠন এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের বসতবাড়ি, মন্দির ও ধর্মীয় স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্তভোগীরা আইনি হেনস্তার শিকার হয়। পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আকাশ সাহা যদি সামাজিক যোগাযোগমাধ্যমে আইসিটি অ্যাক্ট অনুযায়ী বেআইনি কিছু করে না থাকে, তাহলে তাঁর মুক্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২ ঘণ্টা আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি ব্রিটিশ রিয়েল এস্টেট কোম্পানিকে দুর্নীতির অভিযোগে প্রশাসকের অধীনে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়েছে।
২ ঘণ্টা আগে