দেশে কোথাও কারও ওপর হামলা হবে না, এ বিষয়ে দেশের মানুষের কাছে ওয়াদা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শুধু তা–ই নয়, প্রথম দাবি হিসেবে এটি বাস্তবায়ন না হলে তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনফারেন্স রুমে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘আজ গৌরবের দিন। তরুণ সমাজের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যায়, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।’
তিনি বলেন, দেশে ধর্ম, বর্ণ, মতাদর্শ–নির্বিশেষে সহিংসতা-হামলা বন্ধ করতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ড. ইউনূস।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, ‘দেশ তোমাদের হাতে, তোমাদের মনের মতো করে গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক করা হবে প্রথম কাজ। সরকারের প্রতি আস্থা তৈরি করতে হবে। বাংলাদেশের সবাই মিলে একটি পরিবার। পরিবারের সবাই মিলে দেশটা গোছাতে হবে। প্রত্যাশা থাকবে এর কোনো ব্যত্যয় ঘটবে না।’
এর আগে দুপুরে ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফেরেন তিনি। তাঁকে বহনকারী ফ্লাইট বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
তাঁর দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কে কে এই সরকারে থাকছেন, তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। সদস্যসংখ্যার পর যেটি আলোচনা, তা হলো, এ সরকারের মেয়াদ কত দিন হবে।
অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।
দেশে কোথাও কারও ওপর হামলা হবে না, এ বিষয়ে দেশের মানুষের কাছে ওয়াদা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শুধু তা–ই নয়, প্রথম দাবি হিসেবে এটি বাস্তবায়ন না হলে তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কনফারেন্স রুমে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ‘আজ গৌরবের দিন। তরুণ সমাজের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যায়, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে।’
তিনি বলেন, দেশে ধর্ম, বর্ণ, মতাদর্শ–নির্বিশেষে সহিংসতা-হামলা বন্ধ করতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন ড. ইউনূস।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, ‘দেশ তোমাদের হাতে, তোমাদের মনের মতো করে গড়তে হবে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক করা হবে প্রথম কাজ। সরকারের প্রতি আস্থা তৈরি করতে হবে। বাংলাদেশের সবাই মিলে একটি পরিবার। পরিবারের সবাই মিলে দেশটা গোছাতে হবে। প্রত্যাশা থাকবে এর কোনো ব্যত্যয় ঘটবে না।’
এর আগে দুপুরে ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় ফিরেছেন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফেরেন তিনি। তাঁকে বহনকারী ফ্লাইট বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
তাঁর দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কে কে এই সরকারে থাকছেন, তা জানা যায়নি। বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে। সদস্যসংখ্যার পর যেটি আলোচনা, তা হলো, এ সরকারের মেয়াদ কত দিন হবে।
অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দেওয়া হয়েছে। সেইসঙ্গে আপিল শুনানির জন্য আগামী ৪ নভেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে লিভ মঞ্জুর (আপিলের অনুমতি) করে আপিল বিভাগের
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের পরিচালন নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির বিশেষজ্ঞ দল কেন্দ্রটির পরিচালনাকারী কর্তৃপক্ষের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রশংসা করেছে।
৪ ঘণ্টা আগেজমা করা বৈধ অস্ত্র জাতীয় নির্বাচনের আগে ফেরত পাচ্ছেন না মালিকেরা। যাঁদের অস্ত্র ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে, নির্বাচনের আগে তাঁদের অস্ত্রও আবার জমা নেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১১ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ সদর দপ্তর। তাঁদের ব্যক্তিগত, দলীয় পরিচয়, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যের পাশাপাশি গত বছরের ৫ আগস্টের আগে ও পরের ভূমিকাও জানা হচ্ছে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
১১ ঘণ্টা আগে