Ajker Patrika

১৩ জেলায় নিয়োগ পেলেন নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৫: ১৯
১৩ জেলায় নিয়োগ পেলেন নতুন ডিসি

দেশের ১৩টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। উপসচিব ও সমপর্যায়ের ১১ জন কর্মকর্তাকে নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর দুজন ডিসিকে অন্য জেলায় বদলি করে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে নতুন ডিসি পেয়েছে ১৩ জেলা। 

নতুন জেলা প্রশাসক নিয়োগ পাওয়া জেলাগুলো হলো—গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ ও সিলেট। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আনিসুর রহমানকে গাজীপুরে, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁয়, আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুরে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। 

আর স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালীতে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিনকে নীলফামারীতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমানকে গাইবান্ধায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগমকে ঝিনাইদহে এবং ময়মনসিংহের স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক এ কে এম গালিভ খানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। 

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জে এবং ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। 

আলাদা আদেশে চুয়াডাঙ্গার ডিসি মো. নজরুল ইসলাম সরকারকে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলামকে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সচিব এবং নীলফামারীর ডিসি মো. হাফিজুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। 

এ ছাড়া গাইবান্ধার ডিসি মো. আব্দুল মতিন ও নওগাঁর ডিসি মো. হারুন-অর-রশিদকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়ত-উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, রাজবাড়ীর ডিসি দিলশাদ বেগমকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব এবং নারায়ণগঞ্জের ডিসি মুস্তাইন বিল্লাহকে সড়ক ও জনপথ বিভাগের উপসচিব এবং পিরোজপুরের ডিসি আবু আলী মো. সাজ্জাদ হোসেনকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত