ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে চার জন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজী ও বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন দুই জেলে। বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বরগুনা
বেতাগী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বেতাগীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে নান্না জোমাদ্দার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। পানিতে তাঁর জাল আটকে যায়। পরে স্রোতের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ফেনী
সোনাগাজী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, সোনাগাজীতে চিংড়ি পোনা মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে হাদিউজ্জামানসহ আরও তিন জেলে ছোট ফেনী নদীতে জাল দিয়ে চিংড়ি পোনা মাছ ধরতে যান। এসময় পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের কবলে পড়েন তাঁরা। অন্য দুজন সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে রক্ষা পেলেও হাদিউজ্জামান নিখোঁজ হন। নিখোঁজের ৮ ঘণ্টা পর ছোট ফেনী নদী থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা
লালমোহন উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।
এছাড়াও সারাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল।
ঢাকা: অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে চার জন নিহত হয়েছেন। ফেনীর সোনাগাজী ও বরগুনার বামনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ডুবে মারা গেছেন দুই জেলে। বরগুনার বেতাগীতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর। ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বরগুনা
বেতাগী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বেতাগীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার উপজেলার সড়িষাবাড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব চলাকালে সকালে কালিকাবাড়ি গ্রামের মো. শিপনের ছেলে ইমামুল (৭) আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বামনা উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, বরগুনার বামনায় মাছ শিকার করতে গিয়ে গতকাল মঙ্গলবার রাতে নান্না জোমাদ্দার (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, নান্না মঙ্গলবার রাতে বাড়ির পাশের হোতাখালে মাছ শিকার করতে গেলে হঠাৎ খালের পানি বৃদ্ধি পাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। পানিতে তাঁর জাল আটকে যায়। পরে স্রোতের টানে তিনি পানিতে পড়ে তলিয়ে তাঁর মৃত্যু হয়।
ফেনী
সোনাগাজী উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, সোনাগাজীতে চিংড়ি পোনা মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে হাদিউজ্জামানসহ আরও তিন জেলে ছোট ফেনী নদীতে জাল দিয়ে চিংড়ি পোনা মাছ ধরতে যান। এসময় পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতের কবলে পড়েন তাঁরা। অন্য দুজন সাঁতার কেটে উপকূলে এসে প্রাণে রক্ষা পেলেও হাদিউজ্জামান নিখোঁজ হন। নিখোঁজের ৮ ঘণ্টা পর ছোট ফেনী নদী থেকে হাদিউজ্জামানের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত হাদিউজ্জামান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার শেখ পাড়ার আবদুল বারী গাজীর ছেলে। সোনাগাজী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা
লালমোহন উপজেলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলার লালমোহনে ঝড়ের সময় গাছ চাপা পড়ে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তাহের উপজেলার চর ছকিনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত গফুর আলীর ছেলে এবং পেশায় রিকশা চালক বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় রাত ১০টার দিকে আবু তাহের প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে ঝোড়ো বাতাসে একটি গাছ তাঁর ওপর ভেঙে পড়ে। পরে রাতে তাঁকে প্রথমে লালমোহন এবং পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির ছেলেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী আবার আবেদন করলে সহযোগিতা করা হবে।
এছাড়াও সারাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকার খানখানাবাদ, ছনুয়া ও গন্ডামরা ইউনিয়নের কয়েকটি এলাকায় জোয়ারের পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে ভোলার চরফ্যাশনের নিম্নাঞ্চল।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
৮ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে