নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ জটিলতার পর টিকা প্রাপ্তিতে সাড়া মিলেছে রাশিয়ার। দেশটির কাছ থেকে টিকা কিনতে ঝুলে থাকা চুক্তি এবার সম্পন্ন করেছে সরকার।
আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা স্পুতনিক–ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা।
তিনি বলেন, টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশকিছু বিষয়ে রুশ সরকারকে সংশোধনী দেওয়া হয়েছিল। সেসবের সংশোধনী এনে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এতে করে দেশটির ভ্যাকসিন পেতে আরও একধাপ এগিয়ে গেল দেশ।
এর আগে গত রোববার রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগনাতোভ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, আমরা টিকা সরবরাহে এবং বাংলাদেশের জনগণকে করোনা মোকাবিলায় সহায়তা করতে প্রস্তুত। টিকা পেতে চুক্তি প্রায় হয়ে গেছে, খুব দ্রুতই এটি সম্পন্ন হবে।
গত বছরের নভেম্বরে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের সঙ্গে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার তিন কোটি ডোজ কেনার চুক্তি করে সরকার। কিন্তু দুই দফায় মাত্র ৭০ লাখ টিকা দিলেও এখন পর্যন্ত ২ কোটি ৩০ লাখ টিকা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। আগস্টে আসার সম্ভাবনা থাকলেও রয়েছে আশঙ্কা।
পরে টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে বিকল্প উপায়ে চীনের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এপ্রিলের দিকে চুক্তির প্রক্রিয়া শুরু হয়। পরে মাসে চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কিন্তু টিকার দাম নিয়ে রাশিয়ার দেওয়া শর্তের বিপরীতে ২৯টি সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়।
দেশটি থেকে প্রাথমিকভাবে এক কোটি টিকা কেনার পরিকল্পনা সরকারের। পাশাপাশি ফর্মুলা গোপনের শর্তে টিকা উৎপাদনের কথা রয়েছে।
দীর্ঘ জটিলতার পর টিকা প্রাপ্তিতে সাড়া মিলেছে রাশিয়ার। দেশটির কাছ থেকে টিকা কিনতে ঝুলে থাকা চুক্তি এবার সম্পন্ন করেছে সরকার।
আজ মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা স্পুতনিক–ভি কিনতে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সরকারের ক্রয় প্রস্তাব অনুমোদনের অপেক্ষা।
তিনি বলেন, টিকা কেনার প্রাথমিক সিদ্ধান্তের পর বেশকিছু বিষয়ে রুশ সরকারকে সংশোধনী দেওয়া হয়েছিল। সেসবের সংশোধনী এনে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। এতে করে দেশটির ভ্যাকসিন পেতে আরও একধাপ এগিয়ে গেল দেশ।
এর আগে গত রোববার রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগনাতোভ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি জানান, আমরা টিকা সরবরাহে এবং বাংলাদেশের জনগণকে করোনা মোকাবিলায় সহায়তা করতে প্রস্তুত। টিকা পেতে চুক্তি প্রায় হয়ে গেছে, খুব দ্রুতই এটি সম্পন্ন হবে।
গত বছরের নভেম্বরে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের সঙ্গে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার তিন কোটি ডোজ কেনার চুক্তি করে সরকার। কিন্তু দুই দফায় মাত্র ৭০ লাখ টিকা দিলেও এখন পর্যন্ত ২ কোটি ৩০ লাখ টিকা দিতে পারেনি প্রতিষ্ঠানটি। আগস্টে আসার সম্ভাবনা থাকলেও রয়েছে আশঙ্কা।
পরে টিকাদান কার্যক্রম চালিয়ে নিতে বিকল্প উপায়ে চীনের পাশাপাশি রাশিয়ার কাছ থেকে টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এপ্রিলের দিকে চুক্তির প্রক্রিয়া শুরু হয়। পরে মাসে চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। কিন্তু টিকার দাম নিয়ে রাশিয়ার দেওয়া শর্তের বিপরীতে ২৯টি সুপারিশ নিয়ে জটিলতা তৈরি হয়।
দেশটি থেকে প্রাথমিকভাবে এক কোটি টিকা কেনার পরিকল্পনা সরকারের। পাশাপাশি ফর্মুলা গোপনের শর্তে টিকা উৎপাদনের কথা রয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
৬ ঘণ্টা আগেশীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
১৩ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
১৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
১৫ ঘণ্টা আগে