নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশ থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ কল্পে করণীয় এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ-সংক্রান্ত সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদীয় বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। সেখানে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অন্তরায় ১০টি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো—বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের তুলনায় অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের অধিক ব্যবধান; অনেক প্রবাসীকর্মীর বৈধ কাগজপত্র না থাকা; বাংলাদেশি ব্যাংকের শাখা না থাকা/পর্যাপ্ত শাখার অভাব; বাংলাদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান না থাকা/পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা; রেমিট্যান্স প্রেরণে উচ্চ ফি/সার্ভিস চার্জ এবং নির্ধারিত সীমা (সিলিং); হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য; অনেক ক্ষেত্রে প্রবাসীদের/প্রবাসীদের নিকট আত্মীয়দের দেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে না; আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে রেমিট্যান্স প্রেরণে প্রতিবন্ধকতা; অননুমোদিত ব্যবসা/কাজের আয় বৈধ পথে প্রেরণের সুযোগ না থাকা; বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতার অভাব।
সেখানে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লা জেলা সর্বোচ্চ ৮০ হাজার ৫৭২ জন বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৯ হাজার ৩৯১ জন, চট্টগ্রাম থেকে ৪৩ হাজার ৮ জন, টাঙ্গাইল থেকে ৩৮ হাজার ৭১২ জন, চাঁদপুর থেকে ৩৪ হাজার ৯৫৬ জন, কিশোরগঞ্জ থেকে ৩২ হাজার ৯০৭ জন, নোয়াখালী থেকে ৩০ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ থেকে ৩০ হাজার ৮০ জন, নরসিংদী থেকে ৩০ হাজার ২৯ জন এবং ঢাকা থেকে ২৬ হাজার ৮৮৩ জন বিদেশে কর্মসংস্থানে গিয়েছেন।
বৈঠকে বিদেশগামী জনবলকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান, লোন প্রাপ্তিতে সহায়তা এবং বিদেশে শ্রমিক মৃত্যুজনিত সমস্যা নিরসনের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিদেশে জনশক্তি প্রেরণে নতুন নতুন শ্রমবাজার অন্বেষণ ও অভিবাসন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী বিশ্বের সকল শ্রম চাহিদা দেশে যুক্তিসংগত বা প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা অভিবাসন ব্যয়ে জনশক্তি প্রেরণের উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়।
কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা ও শাম্মী আহমেদ।
বিদেশ থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ কল্পে করণীয় এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ-সংক্রান্ত সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদীয় বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। সেখানে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অন্তরায় ১০টি কারণ উল্লেখ করা হয়। সেগুলো হলো—বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের তুলনায় অবৈধ পথে রেমিট্যান্স প্রেরণে বিনিময় হারের অধিক ব্যবধান; অনেক প্রবাসীকর্মীর বৈধ কাগজপত্র না থাকা; বাংলাদেশি ব্যাংকের শাখা না থাকা/পর্যাপ্ত শাখার অভাব; বাংলাদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান না থাকা/পর্যাপ্ত মানি এক্সচেঞ্জ পয়েন্ট না থাকা; রেমিট্যান্স প্রেরণে উচ্চ ফি/সার্ভিস চার্জ এবং নির্ধারিত সীমা (সিলিং); হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য; অনেক ক্ষেত্রে প্রবাসীদের/প্রবাসীদের নিকট আত্মীয়দের দেশে ব্যাংক অ্যাকাউন্ট থাকে না; আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে রেমিট্যান্স প্রেরণে প্রতিবন্ধকতা; অননুমোদিত ব্যবসা/কাজের আয় বৈধ পথে প্রেরণের সুযোগ না থাকা; বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সচেতনতার অভাব।
সেখানে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লা জেলা সর্বোচ্চ ৮০ হাজার ৫৭২ জন বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে। এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪৯ হাজার ৩৯১ জন, চট্টগ্রাম থেকে ৪৩ হাজার ৮ জন, টাঙ্গাইল থেকে ৩৮ হাজার ৭১২ জন, চাঁদপুর থেকে ৩৪ হাজার ৯৫৬ জন, কিশোরগঞ্জ থেকে ৩২ হাজার ৯০৭ জন, নোয়াখালী থেকে ৩০ হাজার ৮৪১ জন, ময়মনসিংহ থেকে ৩০ হাজার ৮০ জন, নরসিংদী থেকে ৩০ হাজার ২৯ জন এবং ঢাকা থেকে ২৬ হাজার ৮৮৩ জন বিদেশে কর্মসংস্থানে গিয়েছেন।
বৈঠকে বিদেশগামী জনবলকে সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান, লোন প্রাপ্তিতে সহায়তা এবং বিদেশে শ্রমিক মৃত্যুজনিত সমস্যা নিরসনের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিদেশে জনশক্তি প্রেরণে নতুন নতুন শ্রমবাজার অন্বেষণ ও অভিবাসন সংক্রান্ত নীতিমালা অনুযায়ী বিশ্বের সকল শ্রম চাহিদা দেশে যুক্তিসংগত বা প্রয়োজনীয় ক্ষেত্রে বিনা অভিবাসন ব্যয়ে জনশক্তি প্রেরণের উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়।
কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আব্দুল মোতালেব, মহিউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম মোল্লা ও শাম্মী আহমেদ।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২ ঘণ্টা আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি ব্রিটিশ রিয়েল এস্টেট কোম্পানিকে দুর্নীতির অভিযোগে প্রশাসকের অধীনে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়েছে।
২ ঘণ্টা আগে