নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় ভালো সাড়া পাচ্ছেন বাংলাদেশের মানুষ। ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণায় দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের ৯৩ শতাংশের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল জানানো হয়।
গবেষণায় কোভিশিল্ড টিকা নেওয়া ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০৮ জন চিকিৎসক, শিক্ষক, নার্স, কর্মকর্তা, কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়। পাঁচ মাসব্যাপী পরিচালিত এ গবেষণায় অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. এস এম সামসুজ্জামান।
গবেষণায় দেখা গেছে, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়া ৪১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ নেওয়া ৯৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
ডা. এস এম সামসুজ্জামান বলেন, ‘আমরা টিকা নেওয়া ব্যক্তিদের অ্যান্টিবডির উপস্থিতি দেখতে চেষ্টা করেছি। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৮০ শতাংশের বয়স ছিল ৪০ থেকে ৫০ বছর। আমরা বলতে পারি, টিকা নেওয়ার পর মৃত্যু হবে না, আক্রান্ত হলেও উপসর্গ দেখা দেবে না, আক্রান্ত হলেও মারাত্মক হবে না।’
ডা. সামসুজ্জামান আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল, টিকা নেওয়ার পর কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে তা যাচাই করা। আমরা যে ফল পেয়েছি তা অত্যন্ত ইতিবাচক। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের শতভাগ অ্যান্টিবডি পাওয়া গেছে। সামনে আমাদেরও হয়তো এমন হবে। তবে অ্যান্টিবডি কত দিন থাকবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ সামনে চীনের টিকায়ও এমনভাবে অ্যান্টিবডি যাচাইয়ের পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
অর্থায়ন পেলে সামনে আরও বড় পরিসরে গবেষণা চালানো হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অন্য গবেষকেরা।
ঢাকা: নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় ভালো সাড়া পাচ্ছেন বাংলাদেশের মানুষ। ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণায় দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের ৯৩ শতাংশের মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে গবেষণার ফলাফল জানানো হয়।
গবেষণায় কোভিশিল্ড টিকা নেওয়া ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০৮ জন চিকিৎসক, শিক্ষক, নার্স, কর্মকর্তা, কর্মচারীর নমুনা সংগ্রহ করা হয়। পাঁচ মাসব্যাপী পরিচালিত এ গবেষণায় অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. এস এম সামসুজ্জামান।
গবেষণায় দেখা গেছে, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়া ৪১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ নেওয়া ৯৩ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।
ডা. এস এম সামসুজ্জামান বলেন, ‘আমরা টিকা নেওয়া ব্যক্তিদের অ্যান্টিবডির উপস্থিতি দেখতে চেষ্টা করেছি। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ৮০ শতাংশের বয়স ছিল ৪০ থেকে ৫০ বছর। আমরা বলতে পারি, টিকা নেওয়ার পর মৃত্যু হবে না, আক্রান্ত হলেও উপসর্গ দেখা দেবে না, আক্রান্ত হলেও মারাত্মক হবে না।’
ডা. সামসুজ্জামান আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল, টিকা নেওয়ার পর কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে তা যাচাই করা। আমরা যে ফল পেয়েছি তা অত্যন্ত ইতিবাচক। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ডোজ নেওয়া ব্যক্তিদের শতভাগ অ্যান্টিবডি পাওয়া গেছে। সামনে আমাদেরও হয়তো এমন হবে। তবে অ্যান্টিবডি কত দিন থাকবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ সামনে চীনের টিকায়ও এমনভাবে অ্যান্টিবডি যাচাইয়ের পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
অর্থায়ন পেলে সামনে আরও বড় পরিসরে গবেষণা চালানো হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত অন্য গবেষকেরা।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
২ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৮ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৮ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৯ ঘণ্টা আগে