Ajker Patrika

এ নিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে: ত্ব–হার স্ত্রী

নিজস্ব প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২১, ১৬: ১৭
এ নিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে: ত্ব–হার স্ত্রী

ঢাকা: নিখোঁজ হওয়ার নয় দিন পর সন্ধান মিলেছে ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তাঁর তিন সফরসঙ্গীর। আবু ত্ব-হার স্ত্রী সাবিকুন নাহার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনি ফিরেছেন। শুধু ত্ব-হা নয়, তাঁর সঙ্গে থাকা বাকি তিনজনও ফিরেছেন। দুপুরের দিকে তাঁরা ফিরে এসেছেন। তিনি এখন রংপুরে ওনার মায়ের কাছে আছেন। রংপুরের আশপাশে কোথাও তাঁদের পাওয়া গেছে।

রংপুর যাবেন কি–না জানতে চাইলে সাবিকুন নাহার বলেন, না, আমি এখন রংপুর যাচ্ছি না। আমাদের আইনজীবী এই মুহূর্তে আমাকে যেতে নিষেধ করেছেন। এখন বের হওয়াটা আমার জন্য নিরাপদ নয়।

তাঁরা কোথায় ছিলেন, কারা তাঁদের নিয়ে গিয়েছিল– জানতে চাইলে সাবিকুন নাহার বলেন, ‘এই মুহূর্তে আমি আর কিছু জানাতে পারবো না। একটু বোঝার চেষ্টা করেন। কাউকে কিছু বলার জন্য আমাকে নিষেধ করা হয়েছে।’

শুক্রবার ৩ টার দিকে নগরীর মাস্টারপাড়া থেকে আদনানকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর তিন সঙ্গীকে নিজ নিজ বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আদনানের উদ্ধারের বিষয়টা নিশ্চিত করে রংপুরের কোতোয়ালি থানা পুলিশের ওসি আব্দুর রশীদ জানান, তাঁর নিখোঁজ তিন সঙ্গীকেও উদ্ধার করা হয়েছে। তাঁদেরকেও ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আদনানের মায়ের নাম আজেদা বেগম। বাবা মৃত রফিকুল ইসলাম। ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের দুই স্ত্রী। প্রথম স্ত্রী আবিদা নুর, তাঁদের সংসারে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। কয়েক মাস আগে আদনান আরেকটি বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুর আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।

গত ১০ জুন রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে আবু ত্ব–হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে অভিযোগ করে তাঁর পরিবার। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের খোঁজও মিলছিল না। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ জানায়, তাঁর শেষ অবস্থান ছিল গাবতলী। এ নিয়ে গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী। পুলিশ অভিযোগ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আজ জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররমে মানববন্ধন করেছে সচেতন যুব সমাজ। এ সময় আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজনের দ্রুত সময়ের মধ্যে সন্ধান দাবি করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটা স্বাধীন দেশে সবাই সবার মত প্রকাশ করতে পারে। কারও মত প্রকাশ করার জন্য এমন নির্যাতন হতে পারে না। আলেম সমাজের ওপর যে অত্যাচার হচ্ছে তা সম্পূর্ণ অনুচিত।

বক্তারা আরও বলেন, গত তেরো বছরে ছয় শ মানুষ নিখোঁজ হয়েছেন। তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন ইসলামি চিন্তাবিদদের গুম করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। গুমের এই তালিকায় আদনানসহ আরও চারজন যোগ হলেন। এই তালিকা আর যেন লম্বা না হয়। আমাদের একটাই দাবি, যদি সে কোনো অন্যায় করে থাকে তবে তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক কিন্তু এমন গুম আমরা মেনে নেব না।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত