নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে বর্তমানে সাড়ে তিন কোটি বিদ্যুতের মিটার রয়েছে। যার মধ্যে পাঁচ লাখ মিটারে ত্রুটি রয়েছে, যা শতাংশের হিসাবে প্রায় দেড় শতাংশ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ভুতুড়ে বিদ্যুৎ বিল, প্রি-পেইড ও পোস্টপেইড মিটারের ত্রুটি নিয়ে সদস্যরা আলোচনা করেছেন। একই সঙ্গে বৈঠকে কমিটির সদস্য তানভীর শাকিল জয় একটি মিটার নিয়ে আসেন যা সংযোগ ছাড়াই চালু থাকার সংকেত দেখাচ্ছিল।
বৈঠকে একাধিক সদস্য গ্রাহক পর্যায়ে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কথা বলেন। তাঁরা বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল বেশি আসে। সেটা সংশোধনে গেলে গ্রাহকেরা হয়রানির শিকার হন। এগুলো বন্ধ করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে তা দ্রুত প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
কমিটির সদস্য কানন আরা বেগম বলেন, ‘বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বলা হয় এখনো শতভাগ প্রি-পেইড মিটার হয়নি। সেখানে কিছু ত্রুটি আছে বলে জানায়। এ ছাড়া আমরা বলেছি কিছু মিটার বিদ্যুৎ না থাকলেও ঘুরে। আমাদের সদস্য তানভীর শাকিল জয় ওই রকম একটি মিটার বৈঠকে নিয়েও আসেন। যা সংযোগ ছাড়াও ঘুরছে বলে সবাইকে দেখায়। আমরা বলেছি মিটারগুলোর সমস্যা কী? সেগুলোর মানোন্নয়নে ব্যবস্থা নিতে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
বৈঠকে মিটার নিয়ে উপস্থিত হওয়া প্রসঙ্গে তানভীর শাকিল জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকা থেকে কিছু গ্রাহক এসে মিটারটা দিয়েছিল। তারা দেখিয়েছে সংযোগ না থাকলেও লাইট জ্বলছিল। আমি বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করলাম। তারা (বিদ্যুৎ বিভাগ) বলল কারিগরি ত্রুটির কারণে লাইট জ্বলতে পারে, তার মানে এ নয় যে এটার বিল উঠেছে। আমি বলেছি বিষয়টি গ্রাহকদের জানাতে হবে। কারণ তাদের মনে বিভ্রান্তি আছে। মন্ত্রণালয় বলেছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সাড়ে তিন কোটি মিটারের মধ্যে ৫ লাখ মিটারের ত্রুটি পেয়েছে। যা ১ দশমিক ৫ শতাংশ। তারপরও যে সমস্যাগুলো এসেছে সেগুলোর প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করবে।
সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে সারা দেশের বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে বলে কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। যা মেরামত করা হচ্ছে বলে উল্লেখ করে আগামী দুই/তিন দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়। এ ছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যাঘাত হচ্ছে বলেও কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
কমিটির সভাপতি জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা নবায়নযোগ্য জ্বালানি, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, বিদ্যুতের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেছি। মানুষ যাতে ভবিষ্যতে বিদ্যুৎ থেকে শতভাগ সেবা পায় সেই সুপারিশ করেছি।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার ক্রয় হয়েছে কি না সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে।
কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, ওমর ফারুক এবং কানন আরা বেগম।
দেশে বর্তমানে সাড়ে তিন কোটি বিদ্যুতের মিটার রয়েছে। যার মধ্যে পাঁচ লাখ মিটারে ত্রুটি রয়েছে, যা শতাংশের হিসাবে প্রায় দেড় শতাংশ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ভুতুড়ে বিদ্যুৎ বিল, প্রি-পেইড ও পোস্টপেইড মিটারের ত্রুটি নিয়ে সদস্যরা আলোচনা করেছেন। একই সঙ্গে বৈঠকে কমিটির সদস্য তানভীর শাকিল জয় একটি মিটার নিয়ে আসেন যা সংযোগ ছাড়াই চালু থাকার সংকেত দেখাচ্ছিল।
বৈঠকে একাধিক সদস্য গ্রাহক পর্যায়ে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কথা বলেন। তাঁরা বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিল বেশি আসে। সেটা সংশোধনে গেলে গ্রাহকেরা হয়রানির শিকার হন। এগুলো বন্ধ করার জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। এ সমস্যা সমাধানে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিচ্ছে তা দ্রুত প্রতিবেদন আকারে সংসদীয় কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে।
কমিটির সদস্য কানন আরা বেগম বলেন, ‘বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বলা হয় এখনো শতভাগ প্রি-পেইড মিটার হয়নি। সেখানে কিছু ত্রুটি আছে বলে জানায়। এ ছাড়া আমরা বলেছি কিছু মিটার বিদ্যুৎ না থাকলেও ঘুরে। আমাদের সদস্য তানভীর শাকিল জয় ওই রকম একটি মিটার বৈঠকে নিয়েও আসেন। যা সংযোগ ছাড়াও ঘুরছে বলে সবাইকে দেখায়। আমরা বলেছি মিটারগুলোর সমস্যা কী? সেগুলোর মানোন্নয়নে ব্যবস্থা নিতে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।’
বৈঠকে মিটার নিয়ে উপস্থিত হওয়া প্রসঙ্গে তানভীর শাকিল জয় আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকা থেকে কিছু গ্রাহক এসে মিটারটা দিয়েছিল। তারা দেখিয়েছে সংযোগ না থাকলেও লাইট জ্বলছিল। আমি বিষয়টি মিটিংয়ে উপস্থাপন করলাম। তারা (বিদ্যুৎ বিভাগ) বলল কারিগরি ত্রুটির কারণে লাইট জ্বলতে পারে, তার মানে এ নয় যে এটার বিল উঠেছে। আমি বলেছি বিষয়টি গ্রাহকদের জানাতে হবে। কারণ তাদের মনে বিভ্রান্তি আছে। মন্ত্রণালয় বলেছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় সাড়ে তিন কোটি মিটারের মধ্যে ৫ লাখ মিটারের ত্রুটি পেয়েছে। যা ১ দশমিক ৫ শতাংশ। তারপরও যে সমস্যাগুলো এসেছে সেগুলোর প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপন করবে।
সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সামিট গ্রুপের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে সারা দেশের বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে বলে কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। যা মেরামত করা হচ্ছে বলে উল্লেখ করে আগামী দুই/তিন দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানানো হয়। এ ছাড়া ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে ব্যাঘাত হচ্ছে বলেও কমিটিকে জানায় বিদ্যুৎ বিভাগ। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এলে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
কমিটির সভাপতি জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা নবায়নযোগ্য জ্বালানি, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ, বিদ্যুতের বর্তমান অবস্থান নিয়ে আলোচনা করেছি। মানুষ যাতে ভবিষ্যতে বিদ্যুৎ থেকে শতভাগ সেবা পায় সেই সুপারিশ করেছি।’
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার ক্রয় হয়েছে কি না সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি। বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে।
কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, ওমর ফারুক এবং কানন আরা বেগম।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
২১ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
২ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৮ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে