Ajker Patrika

ষড়যন্ত্র-নৈরাজ্য বাংলাদেশকে থামিয়ে দিতে পারবে না: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষড়যন্ত্র-নৈরাজ্য বাংলাদেশকে থামিয়ে দিতে পারবে না: নৌ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র, কোনো ধরনের নৈরাজ্য বাংলাদেশকে থামিয়ে দিতে পারবে না। কেননা আমরা মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সামনের পথ দেখানোর শক্তি। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়েই এই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করব। এই যাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।’ 

আজ বুধবার ঢাকায় সদরঘাট টার্মিনাল ভবনে ঘাট ও নৌ-কর্মীদের মাঝে খাবার ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে পাঁচশত ঘাট ও নৌ-কর্মীর মাঝে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়। 

প্রতিমন্ত্রী বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ছাত্রদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে আমাদের এই অগ্রসরমাণ বাংলাদেশ, উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে যখন আমার খ্যাতি অর্জন করেছি, সেই বাংলাদেশের উন্নয়নকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা হলো, ধ্বংসপ্রাপ্ত করা হলো। আমরা মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় দিয়ে পৃথিবীর কাছে একটি মানবিক বাংলাদেশের স্বীকৃতি পেয়েছি, সেই মানবিক বাংলাদেশকে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বিনির্মাণ করে আমরা সমগ্র পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই বাংলাদেশকে সারা পৃথিবীর কাছে খাটো করার অপচেষ্টা করা হলো। আমাদের স্বপ্নের যে মেট্রোরেল সেখানে কীভাবে ক্ষতবিক্ষত করা হলো। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যে টোলপ্লাজা ছিল; সেই টোলপ্লাজা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। সেটা পারেনি।’

তিনি বলেন, ‘এ রকম একটি পরিবেশ তৈরি করে দেওয়া হলো। অকাতরে কীভাবে পিটিয়ে পিটিয়ে এই যাত্রাবাড়ীতে একজন নারী পুলিশকে হত্যা করা হলো। তাঁকে পিটিয়ে হত্যা করে শান্ত হয়নি, হত্যা করার পর তার মুখ থেতলে দিয়ে হানিফ ফ্লাইওভারের ওপরে টানিয়ে দেওয়া হয়েছিল। গাজীপুরে মানুষগুলোকে হত্যা করে উলঙ্গ করে টানিয়ে রাখা হয়েছে।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, সাইদুর রহমান বাংলা ভাই জঙ্গিরা আজ থেকে প্রায় ২০ বছর আগে দেখেছেন-নির্যাতন কীভাবে হত্যা করার পর টানিয়ে রাখা হতো সেই ভয়াবহ দৃশ্য এখানে করা হয়েছে। কি কারণে এই ধরনের সংঘাত এই বাংলাদেশের বিরুদ্ধে? এই ধরনের সহিংসতা, হিংস্রতা কোনো? কি কারণে আমরা জানি না।’ 

তিনি বলেন, ‘একসময়ে বাংলাদেশকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে বাংলাদেশ। সেই দরিদ্র বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন। এটাই কি তাঁদের কষ্ট? এই বাংলাদেশকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা! বাংলাদেশের মানুষের যে সাহস, এগিয়ে যাওয়ার সাহস, সেই সাহস মনোবলের ওপর যেই আঘাত—সেই আঘাতটা আমরা কতটুকু সামলে এগিয়ে নিতে পারব জানি না।’  

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত