নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্ন জায়গা থেকে গবেষণার জন্য গ্র্যান্ট না এনে গবেষণায় সরকারি বরাদ্দের জন্য বসে থাকেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস ২০২১ উপলক্ষে বৈজ্ঞানিক অধিবেশন ও পুরস্কার প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন বারবার সরকারি বরাদ্দের কথা বলেন, তাঁদের জানাতে চাই, সারা পৃথিবীতে সরকারি বরাদ্দের জন্য কিন্তু শিক্ষকেরা বলেন না। সেখানে বিভিন্ন জায়গা থেকে গ্র্যান্ট নিয়ে আসাটাও কিন্তু, শিক্ষকদের এই যে টেনিউর ট্রেক দেওয়া হয়, সেটির একটা মূল যোগ্যতা ধরা হয়। এই যে, আপনি গবেষণার জন্য কত গ্র্যান্ট নিয়ে আসছেন, আমরা তো সেগুলোর কিছুই করি না। সরকার বরাদ্দ দেবে, সে জন্য সবাই বসে থাকেন। সে বরাদ্দ নিয়ে কাজ করবেন একদিকে, তারপর বরাদ্দ নেই বলবেন। আবার বরাদ্দও ফিরে যায়।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘তবে এটা খুব আশার কথা যে, এখন গবেষণার চর্চা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং গবেষণা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন গবেষণায় অনেকেই মনোনিবেশ করছেন। এখন ইউজিসি গবেষণার জন্য গ্র্যান্ট দেয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রতিষ্ঠান আছে, তারা গ্র্যান্ট দেয়। আর সরকারি গবেষণার জন্য তো বরাদ্দ রয়েছেই। জননেত্রী শেখ হাসিনা এ বছরও গবেষণার জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন। আমি আশা রাখব, আমাদের চিকিৎসা বিজ্ঞানে যারা গবেষক আছেন, তাঁরা এ বিষয়ে এ ফান্ডগুলোকে সত্যিকার অর্থে কাজে লাগাবেন এবং মানসম্মত গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিভিন্ন জায়গা থেকে গবেষণার জন্য গ্র্যান্ট না এনে গবেষণায় সরকারি বরাদ্দের জন্য বসে থাকেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গবেষণা দিবস ২০২১ উপলক্ষে বৈজ্ঞানিক অধিবেশন ও পুরস্কার প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যখন বারবার সরকারি বরাদ্দের কথা বলেন, তাঁদের জানাতে চাই, সারা পৃথিবীতে সরকারি বরাদ্দের জন্য কিন্তু শিক্ষকেরা বলেন না। সেখানে বিভিন্ন জায়গা থেকে গ্র্যান্ট নিয়ে আসাটাও কিন্তু, শিক্ষকদের এই যে টেনিউর ট্রেক দেওয়া হয়, সেটির একটা মূল যোগ্যতা ধরা হয়। এই যে, আপনি গবেষণার জন্য কত গ্র্যান্ট নিয়ে আসছেন, আমরা তো সেগুলোর কিছুই করি না। সরকার বরাদ্দ দেবে, সে জন্য সবাই বসে থাকেন। সে বরাদ্দ নিয়ে কাজ করবেন একদিকে, তারপর বরাদ্দ নেই বলবেন। আবার বরাদ্দও ফিরে যায়।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘তবে এটা খুব আশার কথা যে, এখন গবেষণার চর্চা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং গবেষণা হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন গবেষণায় অনেকেই মনোনিবেশ করছেন। এখন ইউজিসি গবেষণার জন্য গ্র্যান্ট দেয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কিছু প্রতিষ্ঠান আছে, তারা গ্র্যান্ট দেয়। আর সরকারি গবেষণার জন্য তো বরাদ্দ রয়েছেই। জননেত্রী শেখ হাসিনা এ বছরও গবেষণার জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন। আমি আশা রাখব, আমাদের চিকিৎসা বিজ্ঞানে যারা গবেষক আছেন, তাঁরা এ বিষয়ে এ ফান্ডগুলোকে সত্যিকার অর্থে কাজে লাগাবেন এবং মানসম্মত গবেষণা করতে উদ্বুদ্ধ হবেন।’
রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবেন এমন প্রত্যাশা করে আলী রীয়াজ বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে। কিন্তু তার পাশাপাশি যেটা দরকার, আমাদের সবাইকে মৌলিক জায়গাগুলোতে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহ রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেই...
১ ঘণ্টা আগেআজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করছে বাংলাদেশ। গত মার্চ ও এপ্রিল মাসে আমদানি করা পণ্যের বিপরীতে বাংলাদেশকে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার (১৮৭ কোটি ডলার) পরিশোধ করতে হচ্ছে, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। এ বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও...
৬ ঘণ্টা আগেদেশের কৃষি, অবকাঠামো, উচ্চশিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই চার খাতে নতুন করে বড় পরিসরের বিনিয়োগ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই খাতগুলোয় নতুন করে সরকারি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ—মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের উৎপাদনশীলতা, দক্ষতা এবং জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
৬ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়া থেকে ৬৫৮ কোটি টাকায় কেনা ডিজেলচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৪৭টি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এগুলোর ডিসপ্লে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ঘোষণা শুনতে পাচ্ছে না যাত্রীরা। এ কারণে ডিসপ্লে, পিআইএস, কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই।
১২ ঘণ্টা আগে