Ajker Patrika

‘শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করতে পারেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করতে পারেন না’

শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করেন না। রাজনীতি করতে পারেন না। আজ বুধবার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানির সময় এসব কথা বলেন আদালত।

আজ এই শুনানি ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ শুনানি শেষে তা মুলতবি করেন।

খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও কায়সার কামাল শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত। পরে ১৭ মে অভিযোগ গঠনের ওই আদেশ চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসনের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়।

আজ শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা শঙ্কিত।’ আদালত বলেন, কী হয়েছে, বলুন?

এ জে মোহাম্মদ আলী বলেন, ‘বিচারপতিরা কী শপথবদ্ধ রাজনীতিবিদ? এক বিচারপতি এটা বলেছেন। এ কারণে আমরা শঙ্কিত।’

আদালত বলেন, ‘শপথ নেওয়ার পর বিচারপতিরা রাজনীতি করেন না। রাজনীতি করতে পারেন না। বাইরে কে, কোন প্রসঙ্গে বলছেন, সেই বক্তব্য আদালতে বলে আমাদের মিসগাইড করবেন না। আমাদের প্রতি অনাস্থা থাকলে বলুন।’

এ সময় এজে মোহাম্মদ আলী বলেন, ‘আপনাদের প্রতি আমাদের আস্থা আছে।’ 

তখন আদালত বলেন, ‘আমরা (বিচারপতিরা) প্রহসনের বিচার করলে আল্লাহ আমাদের বিচার করবেন। আর আপনারা আদালতের কাছে মিথ্যা সাবমিশন করলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।’ এরপর খালেদার পক্ষে এজে মোহাম্মদ আলী শুনানি শুরু করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর ওই মামলা করে দুদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত