নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকেরা প্রায় জিজ্ঞেস করতেন, সারা দেশে মোট আগ্নেয়াস্ত্র লাইসেন্স কতগুলো আছে এবং কতগুলো নতুন দিয়েছেন। তখন উত্তর দেওয়ার জন্য জেলা প্রশাসক (ডিসি) কাছের ফোন করে জানতে হতো। কিন্তু অনলাইন কার্যক্রম শুরু হওয়ায় এটির জবাব সহজেই মিলবে।
পুরোনো অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লাইসেন্স দেখেছেন প্রথম অবস্থায় বিরাট একটা বইয়ের মতো। সেটার মধ্যে সিল মেরে দেওয়া হতো রিনিউ হলে। এসব বিষয় অবসানের জন্য আজকে একটা সিস্টেম চালু হচ্ছে। সিস্টেমটা চালু হলে সব প্রশ্নের সমাধান হবে। প্রথমে খুলনা জেলায় এটি শুরু হবে।
আসাদুজ্জামান খান বলেন, দেশে কতটি আগ্নেয়াস্ত্র আছে, কী ধরনের আছে, আমদানি হচ্ছে কতগুলো, কার কাছে রয়েছে—সবগুলো বিষয় জানা দরকার। সে উপায়টি বের হয়েছে। একটি সুন্দর সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনে জয়ী হলে ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন। এটা কতখানি যুগোপযোগী সিদ্ধান্ত ছিল, সেটা এখন এসে আমরা বুঝতে পারছি। এ দেশে যত ক্রাইম হয় সেটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ডিজিটাল বাংলাদেশের যে রূপরেখা দিয়েছিলেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি বলেই সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে দমন নয়, যারা অবরোধ ও আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাঁদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
রাজনৈতিক দলকে দমন করতে কি ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০২৪’ স্থায়ী করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে আইনটি স্থায়ী করা হয়নি। এই আইনের মাধ্যমে জ্বালাও পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গেছে। এই আইনের সুফল পাওয়া গেছে। অপরাধের বিচার দ্রুত করতে আইনটি স্থায়ী করা হয়েছে। যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাঁদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার অনলাইনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন সংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকেরা প্রায় জিজ্ঞেস করতেন, সারা দেশে মোট আগ্নেয়াস্ত্র লাইসেন্স কতগুলো আছে এবং কতগুলো নতুন দিয়েছেন। তখন উত্তর দেওয়ার জন্য জেলা প্রশাসক (ডিসি) কাছের ফোন করে জানতে হতো। কিন্তু অনলাইন কার্যক্রম শুরু হওয়ায় এটির জবাব সহজেই মিলবে।
পুরোনো অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা লাইসেন্স দেখেছেন প্রথম অবস্থায় বিরাট একটা বইয়ের মতো। সেটার মধ্যে সিল মেরে দেওয়া হতো রিনিউ হলে। এসব বিষয় অবসানের জন্য আজকে একটা সিস্টেম চালু হচ্ছে। সিস্টেমটা চালু হলে সব প্রশ্নের সমাধান হবে। প্রথমে খুলনা জেলায় এটি শুরু হবে।
আসাদুজ্জামান খান বলেন, দেশে কতটি আগ্নেয়াস্ত্র আছে, কী ধরনের আছে, আমদানি হচ্ছে কতগুলো, কার কাছে রয়েছে—সবগুলো বিষয় জানা দরকার। সে উপায়টি বের হয়েছে। একটি সুন্দর সিস্টেম চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনে জয়ী হলে ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন। এটা কতখানি যুগোপযোগী সিদ্ধান্ত ছিল, সেটা এখন এসে আমরা বুঝতে পারছি। এ দেশে যত ক্রাইম হয় সেটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। এই ডিজিটাল বাংলাদেশের যে রূপরেখা দিয়েছিলেন, সেটা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি বলেই সম্ভব হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত বিচার আইন কার্যকর করায় সুফল পাওয়া গেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিরোধী দলকে দমন নয়, যারা অবরোধ ও আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাঁদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
রাজনৈতিক দলকে দমন করতে কি ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০২৪’ স্থায়ী করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে আইনটি স্থায়ী করা হয়নি। এই আইনের মাধ্যমে জ্বালাও পোড়াও, সহিংসতাসহ অপরাজনীতি বন্ধ করা গেছে। এই আইনের সুফল পাওয়া গেছে। অপরাধের বিচার দ্রুত করতে আইনটি স্থায়ী করা হয়েছে। যারা অবরোধ করবে, যারা আইনশৃঙ্খলা অস্থিতিশীল করবে, তাঁদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
২৩ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে