Ajker Patrika

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ সোমবার শহরের খড়মপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙ্গে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

এর আগে রোববার সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বাসভবনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। 

এ ছাড়া দ্বিতীয় দফায় সোমবার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসা ভাঙচুর করা হয়। বাসাটি থেকে বিভিন্ন ধরনের মালামাল হাতে করে নিয়ে যায় জনতা। এ ছাড়া ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের খড়মপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর হয়েছে। 

ভাঙচুর করা হয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। হামলা হয়েছে জেলা ছাত্রলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমনের বাসভবন ও ব্যক্তিগত চেম্বারে। সময় টিভিসহ একাধিক মিডিয়ার কার্যালয়, প্রেসক্লাব, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং কিশোরগঞ্জ মডেল থানায় হামলা হয়েছে। এ সব স্থাপনায় সেনা মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত