Ajker Patrika

জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ শুরু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৪, ০০: ৩০
জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণ শুরু

জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বার্লিনে ডিপ্লোমেটিক জোনে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন। 

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। ছবি: সংগৃহীত ভারত, ইন্দোনেশিয়া, কসোভো, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া ভবনটি নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার জন্য জার্মান সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীতআগামী দুই বছরে ভবনটির নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশে এই প্রথম বাংলাদেশের নিজস্ব দূতাবাস ভবন নির্মাণ শুরু হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত