Ajker Patrika

৫ হাজার কোটি টাকার সড়ক নিরাপত্তা প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ সড়কমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১৮
৫ হাজার কোটি টাকার সড়ক নিরাপত্তা প্রকল্পের অগ্রগতি নিয়ে অসন্তোষ সড়কমন্ত্রীর

সড়ক নিরাপত্তার জন্য নেওয়া ৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে সেতু ভবনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ক্যাজুয়ালটিস যেভাবে বাড়ছে, এটা নিয়ন্ত্রণ করতে পারছি না কিছু সমন্বিত পদক্ষেপ ও সচেতনতার অভাবে। এটি ৪ হাজার ৯৮৮ কোটি টাকার প্রজেক্ট, যার মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ২৩৮ কোটি টাকা। বাকি ৩ হাজার ৭০৭ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক। এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ ও ডিজিএইচএস।’ 

প্রকল্পের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘অগ্রগতি যেটুকু হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। এটাকে আমার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নিয়েছি। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে চলে যাওয়ার পর নতুন প্রকল্প গ্রহণ করিনি। কিন্তু এই প্রস্তাব দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে তা গ্রহণ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত