Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাল রেলের ১০টি নতুন ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাল রেলের ১০টি নতুন ইঞ্জিন

ঢাকা: দক্ষিণ কোরিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাল রেলের ১০টি নতুন ইঞ্জিন। মূলত সারা দেশে রেলের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র ও কোরিয়া থেকে এসব ইঞ্জিন আনা হচ্ছে। এর আগে গতকাল বুধবার এ চালানের ১০টি ইঞ্জিনের মধ্যে ৫টি খালাস শেষ করা হয়। এগুলো রাখা হয়েছিল চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)। আজ বৃহস্পতিবার বাকি পাঁচটিও খালাস করে একই জায়গায় রাখা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. বোরহান উদ্দিন।

তিনি জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনগুলো সিজিপিওয়াই’তে রেখেছি। এগুলো ট্রায়াল রান সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। এরপর সিদ্ধান্ত অনুযায়ী, এসব ইঞ্জিন কোথায় কীভাবে যুক্ত হবে তা জানানো হবে। তবে কিছু ইঞ্জিন অবশ্যই পূর্বাঞ্চল রেলওয়েতে যোগ হবে।

মো. বোরহান উদ্দিন আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিন সংকটে ভুগছে। এতে একসঙ্গে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। নতুন ইঞ্জিনগুলো রেলের বহরে যুক্ত হলে এ সংকট কেটে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত