Ajker Patrika

সংসদে জি এম কাদেরের সমালোচনা সরকারদলীয় এমপিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২৩, ২০: ২৯
সংসদে জি এম কাদেরের সমালোচনা সরকারদলীয় এমপিদের

নীরবে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে—এমন বক্তব্য দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। এ সময় তাঁরা বলেন, বিএনপি সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে জাপা চেয়ারম্যান কেন সমালোচনা করছেন তা তাঁরা বোঝেন না। 

আজ রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘আমরা এখানে যারা আছি, সবাইকে বুকে হাত দিয়ে বলতে হবে আসলেই আমরা কী মূলধারার সঠিক রাজনীতি চাই কি না। নাকি এখানে এসে সুবিধা নিয়ে অন্যদিকে কথা বলি।’ 

বাংলাদেশ নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে—জি এম কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা জানতাম বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ ফ্যাসিস্ট হয়ে গেছে; অনেক কিছু বলেন। তিনি বলেন সেটা আমরা বুঝি। কিন্তু জি এম কাদের সাহেব যে বললেন, সেটি আমরা বুঝি না। কারণ হচ্ছে, তাঁর দল শেখ হাসিনার কাছ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে, এ ধরনের অসত্য ভাষণ দেবেন। সেটাতো আমরা বুঝি না। আল্লাহপাক কোরআন শরিফে বলেছেন, যত মোনাফেক আছে সবগুলো মিথ্যাবাদী। আমি ওনাকে মিথ্যাবাদী বলতে চাই না। তিনি হয়তো ভুল করেছেন, কারও কাছ থেকে ভুল শিক্ষা পেয়েছেন, কারও কাছ থেকে শুনেছেন।’     

দিনাজপুর-৫ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি অবাক হয়ে গেলাম। বিরোধীদলীয় উপনেতা বললেন, দেশ নাকি নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে। আমীর খসরু (বিএনপি নেতা) সে কথা বললে সহ্য হয়। এ কথা ফখরুল (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বললে সহ্য হয়। জি এম কাদের সাহেব বললেন, দেশ নাকি নীরবে শ্রীলঙ্কা হয়ে গেছে। টের পাচ্ছে না কেউ। নীরবেই হয়ে গেছে। সশব্দে হওয়ার কথা। কিন্তু নীরবেই হয়ে গেছে। অর্থাৎ আমাদের অগ্রগতি নজরে পড়ে না। গণতন্ত্র নিয়ে সবক দিচ্ছে।’ 

দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে দাবি করে তিনি বলেন, ‘যারা দেখতে পায় না, দয়া করে তাদের চোখ অপারেশন করা দরকার। এত মানুষের অপারেশনের ব্যবস্থা তো সরকার করতে পারবে না। আল্লাহর কাছে প্রার্থনা করি এদের চক্ষু, অন্তর খুলে দেন। এরা যেন দেখে ভালো করে। আর যেন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত