Ajker Patrika

রোববার থেকে চালু হচ্ছে তিন জোড়া যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক
রোববার থেকে চালু হচ্ছে তিন জোড়া যাত্রীবাহী ট্রেন

ঢাকা: যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-গাজীপুর রুটে আগামী রোববার (২০ জুন) থেকে চালু হচ্ছে আরও তিন জোড়া যাত্রীবাহী ট্রেন। বৃহস্পতিবার দুপুরে ট্রেন চালু হওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

করোনার কারণে সীমিত আকারে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। যার কারণে ঢাকা-গাজীপুর রুটের সব লোকাল, কমিউটার ও ডেমু ট্রেন চলাচল রাখা হয়েছে। আগামী রোববার থেকে এই রুটে যেসব ট্রেন চালু হচ্ছে সেগুলো হল-তুরাগ কমিউটার, কালিয়াকৈর ডেমু ও টাংগাইল কমিউটার ট্রেন।

ট্রেন চালুর বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক বলেন, 'সম্প্রতি গাজীপুর ও উত্তরায় যানজটের কারণে ঢাকা থেকে গাজীপুর যাওয়া লোকজনের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন যাত্রীদের ভোগান্তি নিরসনে এই রুটের বন্ধ থাকা ট্রেনগুলো চালু করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই আগামী রোববার থেকেই এসব ট্রেনের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'এসব কমিউটার ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে বিক্রি হবে। অনলাইনে দেওয়া হবে না। আগের মতই একটি আসন ফাঁকা রেখে যাত্রীরা এসব ট্রেনে গন্তব্যে যাত্রা করতে পারবেন। ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না।'

এর আগে গত ২৪মে প্রথম দফায় ২৮ জোড়া আন্তনগর এবং মেইল এক্সপ্রেস ও কমিউটার ৯ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চালু করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত ৯ জুন থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল। তবে করোনার কারণে বর্তমানে রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত