নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত আড়াই মাসে (১ জানুয়ারি থেকে ১৬ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) নতুন করে ৩ লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন জমা পড়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। গত ১৯ মার্চ করা সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ২০০৭- ২০০৮ সালে যারা ভোটার হয়েছেন, তাদের এনআইডিতে ভুল হয়েছে বেশি। তাদের অনেকেই ইতিমধ্যে ভুল সংশোধন করে নিয়েছেন। বর্তমানে অনেকে একটি জন্মনিবন্ধন সনদ দিয়ে ভোটার হওয়ার পর, নিজের প্রয়োজন অনুযায়ী নাম বা বয়স সংশোধনের আবেদন করছেন। অনেকে আবার আবেদন বাতিল হওয়ার পর যে কারণে তা বাতিল হয়েছে, সেটি না দেখে একইভাবে পুনরায় আবেদন করছেন। এভাবে এনআইডি সংশোধনের আবেদন বেড়ে যাচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, এখন যারা এনআইডি সংশোধনের আবেদন করছে তাঁর একটি বড় অংশ হচ্ছে-তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে চান। অনেকে বিদেশে যাওয়ার সময় বয়স বাড়িয়ে এনআইডি করেন। পরবর্তীতে আবার একটি নির্দিষ্ট বয়সের পর যখন আর বিদেশে থাকতে পারেন না, তখন আবার বয়স কমানোর জন্য সংশোধনের আবেদন করেন।
গত ১৮ মার্চ অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এনআইডি বিভাগের মহাপরিচালক (ডিজি) বলেন, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন ছিল। তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি নিষ্পন্ন করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬ টি, এর মধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬ টি। বর্তমানে মোট ৪ লাখ ২ হাজার ৩০৮টি।
আলোচনার মাধ্যমে সভায় সিদ্ধান্ত হয় যে, অনিষ্পন্ন থাকা ৪ লাখ ২ হাজার ৩০৮টি এনআইডি সংশোধনের আবেদন জুনের মধ্যে নিষ্পন্ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী সভায় অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, এনআইডি সংশোধন সংক্রান্ত কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে মাঠ কার্যালয়ের জন্য তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট ছক/ফরম্যাট করে দিতে হবে।
গত আড়াই মাসে (১ জানুয়ারি থেকে ১৬ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) নতুন করে ৩ লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন জমা পড়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। গত ১৯ মার্চ করা সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ২০০৭- ২০০৮ সালে যারা ভোটার হয়েছেন, তাদের এনআইডিতে ভুল হয়েছে বেশি। তাদের অনেকেই ইতিমধ্যে ভুল সংশোধন করে নিয়েছেন। বর্তমানে অনেকে একটি জন্মনিবন্ধন সনদ দিয়ে ভোটার হওয়ার পর, নিজের প্রয়োজন অনুযায়ী নাম বা বয়স সংশোধনের আবেদন করছেন। অনেকে আবার আবেদন বাতিল হওয়ার পর যে কারণে তা বাতিল হয়েছে, সেটি না দেখে একইভাবে পুনরায় আবেদন করছেন। এভাবে এনআইডি সংশোধনের আবেদন বেড়ে যাচ্ছে।
কর্মকর্তারা আরও জানান, এখন যারা এনআইডি সংশোধনের আবেদন করছে তাঁর একটি বড় অংশ হচ্ছে-তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংশোধন করতে চান। অনেকে বিদেশে যাওয়ার সময় বয়স বাড়িয়ে এনআইডি করেন। পরবর্তীতে আবার একটি নির্দিষ্ট বয়সের পর যখন আর বিদেশে থাকতে পারেন না, তখন আবার বয়স কমানোর জন্য সংশোধনের আবেদন করেন।
গত ১৮ মার্চ অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এনআইডি বিভাগের মহাপরিচালক (ডিজি) বলেন, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন ছিল। তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি নিষ্পন্ন করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬ টি, এর মধ্যে নিষ্পন্ন হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯২৬ টি। বর্তমানে মোট ৪ লাখ ২ হাজার ৩০৮টি।
আলোচনার মাধ্যমে সভায় সিদ্ধান্ত হয় যে, অনিষ্পন্ন থাকা ৪ লাখ ২ হাজার ৩০৮টি এনআইডি সংশোধনের আবেদন জুনের মধ্যে নিষ্পন্ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী সভায় অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সভায় আরও সিদ্ধান্ত হয়, এনআইডি সংশোধন সংক্রান্ত কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে মাঠ কার্যালয়ের জন্য তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট ছক/ফরম্যাট করে দিতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১ ঘণ্টা আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি ব্রিটিশ রিয়েল এস্টেট কোম্পানিকে দুর্নীতির অভিযোগে প্রশাসকের অধীনে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়েছে।
২ ঘণ্টা আগে