নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোট কারচুপি, সাজানো, প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার নূরুল হুদাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ’দিনের ভোট রাতে’ করার এবং বিভিন্ন অনিয়ম করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ২৭ জুন নূরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে ২৩ জুন তাঁকে প্রথমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করেছে। যাঁরা আটক করেছেন, তাঁরা নূরুল হুদাকে জুতার মালা পরিয়েছেন। মারধর করতেও দেখা যায়।
এর আগে ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান মামলাটি করেন।
মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।
এ মামলার অপর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কারাগারে রয়েছেন।
ভোট কারচুপি, সাজানো, প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার নূরুল হুদাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ’দিনের ভোট রাতে’ করার এবং বিভিন্ন অনিয়ম করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ২৭ জুন নূরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে ২৩ জুন তাঁকে প্রথমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করেছে। যাঁরা আটক করেছেন, তাঁরা নূরুল হুদাকে জুতার মালা পরিয়েছেন। মারধর করতেও দেখা যায়।
এর আগে ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান মামলাটি করেন।
মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।
এ মামলার অপর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কারাগারে রয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৩৩ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে