নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোট কারচুপি, সাজানো, প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার নূরুল হুদাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ’দিনের ভোট রাতে’ করার এবং বিভিন্ন অনিয়ম করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ২৭ জুন নূরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে ২৩ জুন তাঁকে প্রথমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করেছে। যাঁরা আটক করেছেন, তাঁরা নূরুল হুদাকে জুতার মালা পরিয়েছেন। মারধর করতেও দেখা যায়।
এর আগে ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান মামলাটি করেন।
মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।
এ মামলার অপর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কারাগারে রয়েছেন।
ভোট কারচুপি, সাজানো, প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেন।
তাঁর পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার নূরুল হুদাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ’দিনের ভোট রাতে’ করার এবং বিভিন্ন অনিয়ম করার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
গত ২৭ জুন নূরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এর আগে ২৩ জুন তাঁকে প্রথমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
গত ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করেছে। যাঁরা আটক করেছেন, তাঁরা নূরুল হুদাকে জুতার মালা পরিয়েছেন। মারধর করতেও দেখা যায়।
এর আগে ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান মামলাটি করেন।
মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।
এ মামলার অপর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কারাগারে রয়েছেন।
প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেদেশের স্থানীয় পর্যায়ে গ্রামীণ, পানিসম্পদ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা দিয়ে থাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
৫ ঘণ্টা আগেশাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১৩ ঘণ্টা আগে