Ajker Patrika

সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও তাঁর স্ত্রী নূরজাহান বেগমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার (১৬ অক্টোবর) দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলাটি দায়ের করেন। 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। 
 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রথম মামলাটি করা হয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের তাঁর স্ত্রী নূরজাহান বেগমের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন ও ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

দুদকের অপর একটি মামলার আসামি করা হয়েছেন মহিউদ্দিন আহমেদকে। তাঁর বিরুদ্ধে ১ লাখ টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে সমবায় ব্যাংকের ৭ হাজার ৩৯৮ ভরি স্বর্ণ বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে। 

অভিযোগ রয়েছে, সমবায় ব্যাংকে সাধারণ গ্রাহকেরা ঋণের বিপরীতে সোনা বন্ধক রেখেছিলেন। গ্রাহকদের সেই বন্ধক রাখা সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংকটির ২ হাজার ৩১৬ জন গ্রাহক। 

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬ এর (২) ও ২৭ এর (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত