কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা নানা অসুখে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা। আর বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি তাঁদের নাগরিকেরাও আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রে সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আমাদের নজরে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এবং খুব লার্জ স্কেল অব আউট ব্রেক (বড় আকারে) নয়। আমরা ইউএইতে এখন পর্যন্ত ১২০ জনের সংবাদ পেয়েছি। কাতারে পেয়েছি ৬০ জনের।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দূতাবাসকে জানিয়েছি। সে দেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। কারণ, আমাদের মানুষের পাশাপাশি তাদের নাগরিকেরাও আক্রান্ত। তবে এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
জানা গেছে, বাংলাদেশ থেকে রওনা দেওয়ার পর মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাওয়া শ্রমিকেরা ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও কলেরাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বেশ কিছু শ্রমিক উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। আবার কেউ গন্তব্যের বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়েছেন। আর কেউ কেউ কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকায় কাতারে ও ইউএইতে থাকা বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছে। আর এ নিয়ে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছে।
কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, বাংলাদেশি শ্রমিকদের গন্তব্যে পৌঁছে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে শ্রম বাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথাও বাংলাদেশকে জানিয়েছে দেশগুলো।
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশি শ্রমিকেরা নানা অসুখে অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কাজে যাওয়া বাংলাদেশি শ্রমিকেরা। আর বাংলাদেশি শ্রমিকদের পাশাপাশি তাঁদের নাগরিকেরাও আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সমুদ্রে সামুদ্রিক শৈবাল এবং গ্যাস হাইড্রেটের সন্ধান বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আমাদের নজরে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এবং খুব লার্জ স্কেল অব আউট ব্রেক (বড় আকারে) নয়। আমরা ইউএইতে এখন পর্যন্ত ১২০ জনের সংবাদ পেয়েছি। কাতারে পেয়েছি ৬০ জনের।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দূতাবাসকে জানিয়েছি। সে দেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। কারণ, আমাদের মানুষের পাশাপাশি তাদের নাগরিকেরাও আক্রান্ত। তবে এটি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’
জানা গেছে, বাংলাদেশ থেকে রওনা দেওয়ার পর মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাওয়া শ্রমিকেরা ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও কলেরাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বেশ কিছু শ্রমিক উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। আবার কেউ গন্তব্যের বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়েছেন। আর কেউ কেউ কাজে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। বাংলাদেশি শ্রমিকদের অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকায় কাতারে ও ইউএইতে থাকা বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করেছে। আর এ নিয়ে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছে।
কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, বাংলাদেশি শ্রমিকদের গন্তব্যে পৌঁছে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশি শ্রমিকদের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে শ্রম বাজার সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথাও বাংলাদেশকে জানিয়েছে দেশগুলো।
মিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগেঅর্থনীতিবিদ ড. আবুল বারকাতের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবীসহ ১২২ জন নাগরিক। তাঁরা মনে করেন, আবুল বারকাতকে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান তাঁরা।
১ ঘণ্টা আগেকারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। দুই দপ্তরের শীর্ষ পদে নতুন কর্মকর্তাদের নিয়োগে আজ রোববার (১৭ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ চূড়ান্ত করা হবে।
৩ ঘণ্টা আগে