Ajker Patrika

বুড়িমারি ও কক্সবাজার এক্সপ্রেস চালু হচ্ছে ১ ডিসেম্বর 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বুড়িমারি ও কক্সবাজার এক্সপ্রেস চালু হচ্ছে ১ ডিসেম্বর 

ঢাকা থেকে লালমনিরহাট রুটে নতুন ট্রেন ‘বুড়িমাড়ি এক্সপ্রেস’ চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনটি চালু হবে। এদিকে ঢাকা কক্সবাজার রুটেও একই দিনে চলবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রেলপথ মন্ত্রী জানান, উত্তরবঙ্গের মানুষের রেলপথে যাতায়াতকে আরও সহজ করতে বুড়িমারি এক্সপ্রেস নামের নতুন একটি আন্তনগর ট্রেন চালু হচ্ছে। রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবে। ফলে ঈদে উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফিরতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। 

মন্ত্রী আরও জানান, ঢাকা থেকে যমুনা সেতু হয়ে সান্তাহার পার্বতীপুর রুটে রংপুর হয়ে লালমনিরহাটের বুড়িমারি পর্যন্ত চলাচল করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত