Ajker Patrika

দেশে কৃষি ডিজিটাইজেশন হাব গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে কৃষি ডিজিটাইজেশন হাব গঠনের প্রস্তাব

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬ তম এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্মেলনে বাংলাদেশে একটি আঞ্চলিক কৃষি ডিজিটাইজেশন হাব (কেন্দ্র) করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সচিব ও সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম। আজ বুধবার বিকেলে সম্মেলনের ২য় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সম্মেলনে প্রথম দুই দিনের আলোচনার বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে কৃষিসচিব বলেন, বাংলাদেশে একটি ‘রিজওনাল এগ্রিকালচার ডিজিটাইজেশন হাব’ হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাবনা দেওয়া হয়েছে। 

কৃষিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের ব্যাপারে সায়েদুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী মহামারির সময়ে তেলের দাম বাড়ায় সারের দাম বেড়েছে। রাশিয়ার সঙ্গে আমাদেরসহ বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ইউক্রেনে অনেক গম উৎপাদন হয়, তাই এটার দামও বৃদ্ধি পেতে পারে। 

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার বলেন, অনেক দেশ কৃষিতে ডিজিটাইজেশন শুরু করেছে। যেহেতু এগ্রিকালচার ডিজিটাইজেশন আমাদের দেশে প্রথম দিকে শুরু হয়েছে। তাই বাংলাদেশে রিজওনাল ডিজিটাইজ হাব করার প্রস্তাবনা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটা এখনই হবে তা নয়। একটা আইডিয়া দেওয়া হয়েছে মাত্র। সেটা নিয়ে অনেক আলাপ-আলোচনা হবে। বাংলাদেশে এ হাব হলে এখানে ফোরাম হবে, যার মাধ্যমে বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা হবে। বিশ্বের অনেকেই আমাদের নিয়ে আরও জানতে পারবে আমরাও তাদের জানাতে পারব। 

সম্মেলনের ২য় দিনের কর্মসূচি নিয়ে কৃষিসচিব বলেন, সম্মেলনের দ্বিতীয় দিনের অন্যতম একটি অংশ ছিল শোকেজিং। সেখানে আমরা কৃষিতে আমাদের দেশের কী কী দক্ষতা রয়েছে, সেটা দেখানোর চেষ্টা করেছি। এ ছাড়া এ সেক্টরে বাংলাদেশের বিভিন্ন গবেষণা উপস্থাপনা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত