ঢাকা: করোনাভাইরাসের ভারতীয় ধরন বা ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তার রোধে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলার নির্দিষ্ট এলাকা আগেই ব্লক (লকডাউন) করে দেওয়া হয়েছে। এবার যুক্ত হলো আরও সাতটি জেলা।
আজ সোমবার সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সাত জেলায় ‘সার্বিক কার্যাবলি ও চলাচল’ বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী। এই সাত জেলায় শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে। লকডাউনের সময় কেউ যাতায়াত করতে পারবে না। জেলাগুলো ব্লক থাকবে। সব অফিস বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বর্তমানে সাতক্ষীরায় লকডাউন দেওয়া আছে। বাগেরহাট ও মোংলা ব্লক করে দিয়েছে। যশোরের অভয়নগর পৌরসভা, বেনাপোল, শার্শা ও ঝিকরগাছা বন্ধ আছে। কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্লক করা আছে। মেহেরপুর ও মাগুরা পৌরসভায় কয়েকটি ওয়ার্ড ব্লক করা আছে। রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভার সিংড়া উপজেলা, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা ও কানাই উপজেলা ব্লক করে দেওয়া আছে। তবে চাঁপাইনবাবগঞ্জে এখন আর ব্লক নেই।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্লক জেলাগুলো ব্লক থাকলে অন্য জেলা থেকে কেউ আসতে পারবে না। জেলা প্রশাসকদের অথোরিটি দিয়ে দেওয়া হয়েছে, তাঁরা চাইলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
ব্লকের সময় জেলার সার্বিক কার্যাবলি, চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই সময় শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন– কৃষি উপকরণ, জরুরি খাদ্যপণ্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী, যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
ঢাকা: করোনাভাইরাসের ভারতীয় ধরন বা ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণ বিস্তার রোধে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলার নির্দিষ্ট এলাকা আগেই ব্লক (লকডাউন) করে দেওয়া হয়েছে। এবার যুক্ত হলো আরও সাতটি জেলা।
আজ সোমবার সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দেশের সাত জেলায় ‘সার্বিক কার্যাবলি ও চলাচল’ বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলাগুলো হলো– নারায়ণগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী। এই সাত জেলায় শুধু জরুরি সেবাগুলো চালু থাকবে। লকডাউনের সময় কেউ যাতায়াত করতে পারবে না। জেলাগুলো ব্লক থাকবে। সব অফিস বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বর্তমানে সাতক্ষীরায় লকডাউন দেওয়া আছে। বাগেরহাট ও মোংলা ব্লক করে দিয়েছে। যশোরের অভয়নগর পৌরসভা, বেনাপোল, শার্শা ও ঝিকরগাছা বন্ধ আছে। কুষ্টিয়া সদর ও চুয়াডাঙ্গার দামুড়হুদা ব্লক করা আছে। মেহেরপুর ও মাগুরা পৌরসভায় কয়েকটি ওয়ার্ড ব্লক করা আছে। রাজশাহী সিটি করপোরেশন, নাটোর পৌরসভার সিংড়া উপজেলা, বগুড়া পৌরসভা, জয়পুরহাট পৌরসভা ও কানাই উপজেলা ব্লক করে দেওয়া আছে। তবে চাঁপাইনবাবগঞ্জে এখন আর ব্লক নেই।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা আছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ব্লক জেলাগুলো ব্লক থাকলে অন্য জেলা থেকে কেউ আসতে পারবে না। জেলা প্রশাসকদের অথোরিটি দিয়ে দেওয়া হয়েছে, তাঁরা চাইলে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।
ব্লকের সময় জেলার সার্বিক কার্যাবলি, চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। এই সময় শুধু আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন– কৃষি উপকরণ, জরুরি খাদ্যপণ্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, টেলিফোন-ইন্টারনেট, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী, যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।
সরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে পাকিস্তান। বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। কিন্তু আশপাশের দেশ হিসেবে বাকি রয়ে গেছে পাকিস্তান।
৭ ঘণ্টা আগেরাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ১৬৭ জনের মধ্যে বেশির ভাগের মাথার খুলি ছিল না বলে জানিয়েছেন সেখানকার সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে তিনি এই তথ্য দেন।
৭ ঘণ্টা আগে২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী সংগঠনের অন্যতম প্রধান দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ও সনদ; যার মধ্যে প্রতিফলিত হবে আন্দোলনের মূল চেতনা ও অঙ্গীকার। মতানৈক্যসহ নানা কারণে তা বিলম্বিত হলেও শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ও সমমনা সংগঠনগুলোর প্রত্যাশা ও দাবি ছিল...
৭ ঘণ্টা আগে২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ বৃহস্পতিবার। বিচারিক আদালতে সাজার পর হাইকোর্টে খালাস পান সব আসামি। এরপর আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এখন চলছে সেই আপিল শুনানি। আপিল নিষ্পত্তির রিভিউ আবেদনের সুযোগ পাবেন সংক্ষুব্ধরা। আপিল বিভাগে প্রশ্ন উঠেছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া নিয়ে।
৯ ঘণ্টা আগে