Ajker Patrika

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২০: ০৮
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধে উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। আজ রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। 

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচারে বলপ্রয়োগ থেকে উভয় পক্ষকে বিরত থাকতে হবে। উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে। 

বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের স্থায়ী সমাধানের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে সরকার দুই পক্ষের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায়। এই সংঘাতের ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়। 

বাংলাদেশ মনে করে সংঘাত ও সহিংসতা বাড়তে থাকলে কোনো পক্ষই লাভবান হবে না। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারির ও জোর করে বসতি স্থাপন ওই অঞ্চলে শান্তি বয়ে আনবে না। 

জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ প্রস্তাবের আলোকে ফিলিস্তিন ও ইসরায়েলের স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি অবস্থান ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে বলে মনে করে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত