নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন।
এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।
শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ।
বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের।
সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।
লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও গত এক দিনের বিশেষ ক্যাম্পেইনে ৬৬ লাখের বেশি টিকা দিয়েছে সরকার। দেশে টিকাদান কর্মসূচি শুরুর পর যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনকে ঘিরে দেওয়া হয় এই টিকা। পরিকল্পনা ছিল পৌনে এক কোটির বেশি টিকা দেওয়ার। তবে নানা জটিলতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন নিবন্ধিতকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। বাকিদের আজ দেওয়া হচ্ছে। এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা পাওয়াদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন। নারীর টিকা পাওয়ার সংখ্যা ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন।
এ ছাড়া এদিন নিয়মিত টিকার অংশ হিসেবে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে মঙ্গলবার ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়।
শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ৯০ দশমিক ১২ শতাংশ লক্ষ্যে পৌঁছানোও বিশাল অর্জনের বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে, পর্যাপ্ত ভ্যাকসিন চালান নিশ্চিত হলে কত দ্রুত দেশের ৮০ শতাংশ মানুষকে মার্কিনের আওতায় আনা সম্ভব হবে এটাই তার সক্ষমতার প্রমাণ।
বর্তমানে দেশের ১৮ দশমিক ৬৩ শতাংশ মানুষ, অর্থাৎ ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন প্রথম ডোজের টিকা পেয়েছেন। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের।
সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ কোটি ৭৩ লাখ ২ হাজার ৩৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৮ জন। আর পূর্ণ ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
২ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
২ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৩ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৩ ঘণ্টা আগে