Ajker Patrika

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থী বৈধ, বাদ গেল ২ স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে ৪ প্রার্থী বৈধ, বাদ গেল ২ স্বতন্ত্র প্রার্থী


ঢাকা: ঢাকা-১৪ শূন্য আসনের উপনির্বাচনে যাচাই-বাছাইয়ে দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি চারজন প্রার্থী বৈধতা পেয়েছেন।

আজ বৃহস্পতিবার এ আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।

মাহফুজা আক্তার জানান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নে ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দৈব চয়নের মাধ্যমে যাচাই করে তাঁদের তথ্য সঠিক না হওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র জমা না দেওয়া ও জামানতের টাকা জমা না দেওয়ায় দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আসন তিনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই আজ ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। আগামী ২৮ জুলাই আসনগুলোতে ভোটগ্রহণ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত