নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার এক বাণীতে মুহাম্মদ ইউনূস বলেন, মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মানবজাতিকে আলোকিত করেছেন। বুদ্ধের আদর্শের অনুসরণ হিংসা, বিদ্বেষ ও হানাহানিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শনিবার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা ও ধর্মগুরুরা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধকে আরও দৃঢ় করতে এ ধরনের সাক্ষাৎকে গুরুত্ব দিয়েছেন নেতারা।
এদিকে শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি জনগণের রায়ে ইনশা আল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী দেড় দশকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর, অনাহূত ঘটনা ঘটেছে, তার নেপথ্যের কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় ‘নাগরিক তদন্ত কমিশন’ গঠন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
এদিকে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা চাঁদরাত উপলক্ষে অনুষ্ঠান করেছি, সেটা ছিল ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠান। এবারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হলো। সামনে আমরা অন্যান্য ধর্মের যাঁরা আছেন, তাঁদের সবাইকে নিয়েও আয়োজন করব। তাঁরা যেন সম্পৃক্ততা অনুভব করেন। তাঁরা যেন মনে করেন এই জায়গাটা সবার এবং রাষ্ট্র আসলে সবার।’
এ ছাড়া রোববার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর বৌদ্ধমন্দিরগুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা উদ্যাপন উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে, সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।
বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার এক বাণীতে মুহাম্মদ ইউনূস বলেন, মহামতি গৌতম বুদ্ধ হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মানবজাতিকে আলোকিত করেছেন। বুদ্ধের আদর্শের অনুসরণ হিংসা, বিদ্বেষ ও হানাহানিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শনিবার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা ও ধর্মগুরুরা প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মূল্যবোধকে আরও দৃঢ় করতে এ ধরনের সাক্ষাৎকে গুরুত্ব দিয়েছেন নেতারা।
এদিকে শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘আগামী দিনে বিএনপি জনগণের রায়ে ইনশা আল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী দেড় দশকে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর, অনাহূত ঘটনা ঘটেছে, তার নেপথ্যের কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয়, সর্বধর্মীয় ‘নাগরিক তদন্ত কমিশন’ গঠন করার পরিকল্পনা আমাদের রয়েছে।’
এদিকে, বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমরা চাঁদরাত উপলক্ষে অনুষ্ঠান করেছি, সেটা ছিল ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠান। এবারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হলো। সামনে আমরা অন্যান্য ধর্মের যাঁরা আছেন, তাঁদের সবাইকে নিয়েও আয়োজন করব। তাঁরা যেন সম্পৃক্ততা অনুভব করেন। তাঁরা যেন মনে করেন এই জায়গাটা সবার এবং রাষ্ট্র আসলে সবার।’
এ ছাড়া রোববার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর বৌদ্ধমন্দিরগুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গত বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমা উদ্যাপন উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে, সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে। বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার পুলিশের ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করা হয়।
২ মিনিট আগেরাজধানীর গুলশান থানায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি করেন বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এবং বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপপরিচালক মাইদুল ইসলাম।
১০ মিনিট আগেবাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডার সরকার। দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এ মহড়া শেষ হয়।
৩ ঘণ্টা আগে