নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বিনামূল্যে করোনাভাইরাসের চতুর্থ ডোজের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার জাতীয় সংসদে ২০২১–২০২২ অর্থ বছরের সম্পূরক বাজেটের স্বাস্থ্যসেবা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাটাই প্রস্তাবের আলোচনায় কিছুটা হাস্যরস করে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে সরকারি দলের এমপিদের কয়েকজনকে মন্তব্য করতে দেখা যায়। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিরোধী দল অনেক সাহায্য সহযোগিতা করেন। সংসদ সদস্যরা অনুরোধ করছেন, বিরোধী দলের সদস্যদের করোনার আরেকটি ডোজ টিকা দেওয়া হোক। তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। তাঁদের বিনামূল্যে চতুর্থ ডোজের টিকারও ব্যবস্থা করা হবে।’
বক্তব্যে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা ও টিকার ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা কীভাবে নিয়ন্ত্রণ করা হলো তা কেউ জানতে চান না। এ বিষয়ে প্রশংসার বাণী কখনো পাইনি।’
বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যর্থ দেখাতে পারলে সরকারকে ব্যর্থ দেখাতে পারবেন, এটাই তাঁদের লক্ষ্য।’
এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কোভিড টিকার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্যখাতের মিঠু সিন্ডিকেটের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিনি জানেন না।
এই বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তিনি অনেক দিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন। কিন্তু মিঠু নামে কোনো লোককে দেখেননি।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, গত ১৩ বছরে বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালের জন্য হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। কিন্তু সেগুলোর ব্যবহার হয়নি। নষ্ট হয়ে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখতে তিনি একটি সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান। তাঁকে ওই কমিটির সদস্য করা হলে একমাসের মধ্যে এসব তথ্য বের করতে পারবেন বলেও জানান।
চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘সরকারের ভৌত অবকাঠামোতে মনযোগ বেশি। কারণ রাজস্ব বাজেটে খুব বেশি দুর্নীতি করার সুযোগ নেই। অবকাঠামোতে দুর্নীতি করা যায় আর ভৌত উন্নয়নও দেখানো যায়।’
গণফোরামের মোকাব্বির খান বলেন, ‘সিন্ডিকেট করে স্বাসস্থ্যখাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দুর্নীতির কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই খাতে সুশাসনের ঘাটতি আছে।’
জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের বিনামূল্যে করোনাভাইরাসের চতুর্থ ডোজের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার জাতীয় সংসদে ২০২১–২০২২ অর্থ বছরের সম্পূরক বাজেটের স্বাস্থ্যসেবা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাটাই প্রস্তাবের আলোচনায় কিছুটা হাস্যরস করে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে সরকারি দলের এমপিদের কয়েকজনকে মন্তব্য করতে দেখা যায়। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিরোধী দল অনেক সাহায্য সহযোগিতা করেন। সংসদ সদস্যরা অনুরোধ করছেন, বিরোধী দলের সদস্যদের করোনার আরেকটি ডোজ টিকা দেওয়া হোক। তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। তাঁদের বিনামূল্যে চতুর্থ ডোজের টিকারও ব্যবস্থা করা হবে।’
বক্তব্যে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা ও টিকার ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা কীভাবে নিয়ন্ত্রণ করা হলো তা কেউ জানতে চান না। এ বিষয়ে প্রশংসার বাণী কখনো পাইনি।’
বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যর্থ দেখাতে পারলে সরকারকে ব্যর্থ দেখাতে পারবেন, এটাই তাঁদের লক্ষ্য।’
এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কোভিড টিকার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্যখাতের মিঠু সিন্ডিকেটের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিনি জানেন না।
এই বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তিনি অনেক দিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন। কিন্তু মিঠু নামে কোনো লোককে দেখেননি।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, গত ১৩ বছরে বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালের জন্য হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। কিন্তু সেগুলোর ব্যবহার হয়নি। নষ্ট হয়ে গেছে। এ বিষয়টি খতিয়ে দেখতে তিনি একটি সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান। তাঁকে ওই কমিটির সদস্য করা হলে একমাসের মধ্যে এসব তথ্য বের করতে পারবেন বলেও জানান।
চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘সরকারের ভৌত অবকাঠামোতে মনযোগ বেশি। কারণ রাজস্ব বাজেটে খুব বেশি দুর্নীতি করার সুযোগ নেই। অবকাঠামোতে দুর্নীতি করা যায় আর ভৌত উন্নয়নও দেখানো যায়।’
গণফোরামের মোকাব্বির খান বলেন, ‘সিন্ডিকেট করে স্বাসস্থ্যখাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দুর্নীতির কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই খাতে সুশাসনের ঘাটতি আছে।’
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
২ ঘণ্টা আগেরাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২ ঘণ্টা আগেবাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
২ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি ব্রিটিশ রিয়েল এস্টেট কোম্পানিকে দুর্নীতির অভিযোগে প্রশাসকের অধীনে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়েছে।
২ ঘণ্টা আগে