নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে অস্থিরতা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, সাম্প্রতিক শিক্ষাঙ্গনে অস্থিরতা অনাকাঙ্ক্ষিত। অবশ্যই এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটিতে মন্ত্রণালয় অবহিত রয়েছে। অবশ্যই এর দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন।’
‘আমরা মনে করি, যেকোনো সমস্যাই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সে প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুত এর সমাধান হবে। বিভিন্ন পার্টি একে অপরকে বুঝে অবস্থান বদলে সর্বজন গ্রাহ্য একটা সিদ্ধান্তে আসতে পারবে এবং যত দ্রুত সেটা হয় ততই মঙ্গলজনক।’ যোগ করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘আশা করি, কোনো সাহায্য-সহযোগিতার দরকার হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা এক্সটেন্ড করা হবে প্রতিষ্ঠানগুলোকে।’
উপদেষ্টা বলেন, ‘আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে যেন সমাধানগুলো খুঁজে পাওয়া যায়, তার দিকে ধাবিত হওয়া যায়, তার দিকে আহ্বান জানাচ্ছি।’
এ ধরনের পরিস্থিতি কারোর কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সেটা শিক্ষকেরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না। সে কারণেই আমাদের দিক থেকে আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে সমাধানগুলো করে ফেলা। এজন্য স্থানীয় কমিউনিটিও কাজ করছে। আমাদের আশা, খুব দ্রুত এর সমাধান আসবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বাসায় দেরি করে ফেরা নিয়ে দারোয়ান ও এক ছাত্রীর মধ্যে তর্কাতর্কির পর অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। গ্রামবাসীর মধ্যে কয়েকজনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় জারি হওয়া ১৪৪ ধারা এখনো চলছে। আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। তবে প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনার একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার দাবি জানানো হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও চলছে উত্তেজনা। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে ২৫১ জন শিক্ষক কর্মকর্তাকে গত রোববার দিনভর অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় তাদের উদ্ধার করতে বহিরাগতরা হামলা করে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু একাংশ হল না ছেড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক সময়ে শিক্ষাঙ্গনে অস্থিরতা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, সাম্প্রতিক শিক্ষাঙ্গনে অস্থিরতা অনাকাঙ্ক্ষিত। অবশ্যই এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, ‘গত কয়েক দিনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটিতে মন্ত্রণালয় অবহিত রয়েছে। অবশ্যই এর দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন।’
‘আমরা মনে করি, যেকোনো সমস্যাই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সে প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুত এর সমাধান হবে। বিভিন্ন পার্টি একে অপরকে বুঝে অবস্থান বদলে সর্বজন গ্রাহ্য একটা সিদ্ধান্তে আসতে পারবে এবং যত দ্রুত সেটা হয় ততই মঙ্গলজনক।’ যোগ করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘আশা করি, কোনো সাহায্য-সহযোগিতার দরকার হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা এক্সটেন্ড করা হবে প্রতিষ্ঠানগুলোকে।’
উপদেষ্টা বলেন, ‘আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে যেন সমাধানগুলো খুঁজে পাওয়া যায়, তার দিকে ধাবিত হওয়া যায়, তার দিকে আহ্বান জানাচ্ছি।’
এ ধরনের পরিস্থিতি কারোর কাম্য নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সেটা শিক্ষকেরাও চান না, ছাত্ররাও চান না, বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না। সে কারণেই আমাদের দিক থেকে আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে সমাধানগুলো করে ফেলা। এজন্য স্থানীয় কমিউনিটিও কাজ করছে। আমাদের আশা, খুব দ্রুত এর সমাধান আসবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বাসায় দেরি করে ফেরা নিয়ে দারোয়ান ও এক ছাত্রীর মধ্যে তর্কাতর্কির পর অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। গ্রামবাসীর মধ্যে কয়েকজনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় জারি হওয়া ১৪৪ ধারা এখনো চলছে। আজ মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। তবে প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে এ ঘটনার একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখার দাবি জানানো হয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও চলছে উত্তেজনা। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে ২৫১ জন শিক্ষক কর্মকর্তাকে গত রোববার দিনভর অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় তাদের উদ্ধার করতে বহিরাগতরা হামলা করে। উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু একাংশ হল না ছেড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
ঘুষ না দিলে সেবা মেলে না—এই অভিযোগ নতুন নয়। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ঘুষ চাওয়া কিছুটা কমলেও সেবা পেতে নাগরিকদের হয়রানি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জরিপের তথ্য বলছে, দেশের ৭৪ শতাংশ মানুষ এখনো
৩৭ মিনিট আগেদেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গাপূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০ তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশিষ্ট বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
৮ ঘণ্টা আগেঅধ্যাপক ইউনূস বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে, সে জন্য ডব্লিউটিওর কার্যকর উদ্যোগ জরুরি। তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে