Ajker Patrika

বাধা ডিঙিয়ে সফল ৫ নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাসস, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬: ২৭
বাধা ডিঙিয়ে সফল ৫ নারীর হাতে জয়িতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

নানা বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সফল হওয়া পাঁচ নারীর হাতে জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবসে আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে তাঁদের সম্মাননা জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১ লাখ টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তরীয়) ও সনদপত্র দেওয়া হয়।

নানা বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সফল হওয়া ৫ নারীর হাতে আজ শুক্রবার সেরা জয়িতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনামহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। জয়িতা পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে কল্যাণী মিঞ্জি পুরস্কার পাওয়ার পর তাঁর অনুভূতি ব্যক্ত করেন।

নানা বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সফল হওয়া ৫ নারীর হাতে আজ শুক্রবার সেরা জয়িতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাঅনুষ্ঠানের শুরুতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী ও কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

নানা বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সফল হওয়া ৫ নারীর হাতে আজ শুক্রবার সেরা জয়িতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘জয়িতা’ (বিজয়ী), একজন নারী যিনি সব বাধা জয় করে সাফল্যের শিখরে পৌঁছান, মানে এটি একজন সংগ্রামী ও অদম্য নারীর ছদ্মনাম।

নানা বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সফল হওয়া ৫ নারীর হাতে আজ শুক্রবার সেরা জয়িতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসরকার পাঁচটি ক্যাটাগরিতে জয়িতাদের পুরস্কার দিয়েছে। সেগুলো হচ্ছে— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী, সফল মা, নির্যাতনের কালো দিন মুছে দিয়ে ঘুরে দাঁড়ানো নারী এবং সামাজিক উন্নয়নে অবদান রেখেছেন এমন নারী।নানা বাধা ও প্রতিকূলতা ডিঙিয়ে সফল হওয়া ৫ নারীর হাতে আজ শুক্রবার সেরা জয়িতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত