Ajker Patrika

প্রচারে বাধা, রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ হিরো আলমের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২১: ৪১
প্রচারে বাধা, রিটার্নিং কর্মকর্তার কাছে নালিশ হিরো আলমের 

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। পরে আজ বুধবার এই বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘সাততলা বস্তিতে প্রচারে গিয়েছিলাম। সেখানে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বস্তির গেইটে দাঁড়িয়ে বলল এখানে তোমরা ঢুকতে পারবে না। আরাফাত (নৌকার প্রার্থী) ভাইয়ের ভোট করব। এরপর আমরা যখন ঢুকতে চাচ্ছি তখন মহিলারা আমাদের গায়ে হাত তুলল। হামলায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তারা ইট মেরেছে, জুতো মেরেছে, গায়ে হাত তুলেছে। তারা বুঝাচ্ছে যে নৌকা ছাড়া কাউকে ঢুকতে দেবে না।

‘আজকেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভোটের দিন ডাইরেক্ট বলবে নৌকা ছাড়া কোনো ভোট হবে না। ডাইরেক্ট নৌকায় সিল মারবে। আজকে ভোটারদের কাছে পৌঁছতে দিল না। ভোটের দিন আমাকে ভোট দিতে দেবে এই বিশ্বাস হারায়ে গেছে।’

হিরো আলম বলেন, ‘রিটার্নিং অফিসারকে বলেছি আমরা জানের নিরাপত্তা দেখতেছি না। আমি না হয় আমার জানের মায়া করলাম না। কিন্তু আজকে আমার একটা কর্মী হাসপাতালে। আমি তো চাই না হিরো আলমের জন্য কোনো মায়ের বুক খালি হোক। আপনারা জানেন, নির্বাচন করে কত মায়ের বুক খালি হয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার আশায়। তারা ক্ষমতায় ঠিকই আছে, কিন্তু মা তার সন্তানকে ফিরে পায়নি। এর রকম ঘটনা যদি হয়, আমার কর্মী যদি মারা যায়, তাহলে কী হবে প্রশ্ন রাখেন তিনি।

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান সাংবাদিকদের বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষকে দেব। তারা যা নির্দেশ দেবে তাই হবে।’ তিনি আরও বলেন, ‘মাত্র অভিযোগ পেলাম। তদন্ত করব, তারপর ব্যবস্থা নেব। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন আমরা সব ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত