Ajker Patrika

ডিএনসিসির প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

আদেশ লঙ্ঘন করে ধূপখোলা খেলার মাঠে মার্কেট নির্মাণ অব্যাহত রাখায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শাহজাহান মিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। তাঁকে আগামী তিন মাসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ ছাড়া খেলার মাঠে মার্কেটসহ অন্যান্য নির্মাণকাজের ওপর ৩ মাসের স্থিতাবস্থা জারি করেছেন আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৩ সালে ঢাকার গেন্ডারিয়া এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডে ধূপখোলা খেলার মাঠে মার্কেটসহ অন্যান্য নির্মাণকাজের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নাগরিক উদ্যোগ ও গ্রিন ভয়েস রিট দায়ের করে। শুনানি শেষে ওই বছরের ১২ মার্চ হাইকোর্ট নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা জারি করেন।

তবে হাইকোর্টর আদেশ অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখায় সম্প্রতি আদালত অবমাননার অভিযোগ দায়ের করে বেলা। বেলা’র পক্ষে আইনজীবী এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত