Ajker Patrika

ছুরিকাঘাতে আহত হয়েও ছিনতাইকারী ধরে পদক পেলেন এএসআই মেসবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২০: ৩৫

ছুরিকাঘাতে আহত হওয়ার পরও ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সেই পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মেসবাহ উদ্দিনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ২০ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতার জন্য ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন। ওই সময় তিনি এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ভাটারার জে ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও প্রবল সাহসিকতার পরিচয় দিয়ে ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী মো. মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করেন এএসআই মো. মেসবাহ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত